Child Fever in Bengal: শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে ৩, জলপাইগুড়ির ভাইরাল জ্বর আর কোথায়-কোথায় থাবা বসাল?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Child Fever in Bengal: ভাইরাল এই জ্বরে (Viral Fever) এখনও পর্যন্ত তিন শিশুর মৃত্যু হল জলপাইগুড়িতে। এদিকে, শুধু জলপাইগুড়ি নয়, শিশুদের এই জ্বর (Child Fever in Bengal) ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায়।
#শিলিগুড়ি: জলপাইগুড়িতে আতঙ্ক আরও বাড়ল। ফের শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ বাড়ল উত্তরবঙ্গের জলপাইগুড়িতে। বুধবার জলপাইগুড়ি জেলা হাসপাতালে ৩ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শিশুটির শ্বাসকষ্ট, সর্দি-কাশির মতো সমস্যা ছিল বলে হাসপাতাল সূত্রে খবর। ফলে ভাইরাল এই জ্বরে (Viral Fever) এখনও পর্যন্ত তিন শিশুর মৃত্যু হল জলপাইগুড়িতে। এদিকে, শুধু জলপাইগুড়ি নয়, শিশুদের এই জ্বর (Child Fever in Bengal) ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায়। দুর্গাপুরেও জ্বর-সর্দি, কাশিতে আক্রান্ত চল্লিশের বেশি শিশু।
জলপাইগুড়ি জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন যে শিশুটির মৃত্যু হয়েছে, তার নাম কৃপায়ণ রায়। ময়নাগুড়ির বাসিন্দা ওই শিশুটি গত রবিবার সর্দি-কাশির সঙ্গে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিল। মঙ্গলবার তাঁকে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যায় পরিবার। সেখান থেকে একটি বেসরকারি চিকিৎসকের কাছে শিশুটিকে নিয়ে যান তাঁর বাবা। সেই চিকিৎসকই শিশুটিকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। বুধবার ভোরে জলপাইগুড়ি জেলা হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হলেও সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
advertisement
এদিকে, জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা হুহু করে বাড়ছে জলপাইগুড়িতে। বুধবার জলপাইগুড়ি জেলা হাসপাতালে যায় পাঁচ সদস্যের মেডিকেল টিম। জেলা হাসপাতালের বহির্বিভাগে গড়ে প্রতিদিন তিনশো শিশুকে নিয়ে আসছেন তাদের অভিভাবকরা৷ ভর্তি করতে হচ্ছে অন্তত চল্লিশ শিশুকে। চিকিৎসকদের অবশ্য বলছেন, এই জ্বর মূলত ভাইরাল ফিভার। কিন্তু তাতেও শিশু মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন স্বাস্থ্য দফতরও। কারণ চিকিৎসায় দেরি হলেই শিশুদের অবস্থার অবনতি হচ্ছে অনেক ক্ষেত্রেই।
advertisement
advertisement
জলপাইগুড়ি জেলা হাসপাতালের সুপার প্রদীপ্ত ভট্টাচার্যের কথায়, 'আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আরও বাড়ার আশঙ্কা রয়েছে আমাদের। সকলেরই কোভিড পরীক্ষা করা হচ্ছে। কিন্তু সব রিপোর্টই এখনও পর্যন্ত নেগেটিভ এসেছে। স্বাস্থ্য দফতরে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। বিশেষজ্ঞ টিমও পাঠানো হয়েছে।'
advertisement
এই জ্বর ছড়ানোর শুরুর দিকে শিশুদের মধ্যে ডেঙ্গু, চিকনগুনিয়া ছড়িয়েছে কিনা, তা জানতে শিশুদের রক্তের নমুনা,সোয়াব কলকাতার স্কুল অফ ট্রপিকাল মেডিসিনে পাঠানোর বন্দোবস্তও হয়। কিন্তু এখন পর্যন্ত ৬ শিশুর শরীরে স্ক্রাব টাইফাসের জীবাণু মিলেছে বলে খবর। জলপাইগুড়িতে শিশুদের জ্বর পরিস্থিতি খতিয়ে দেখতে জলপাইগুড়ি জেলা হাসপাতালে ইতিমধ্যেই মেডিক্যাল কলেজের পাঁচ চিকিৎসকের প্রতিনিধি দল ঘুরে গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 15, 2021 4:57 PM IST