গর্ভবতী মহিলার ছটফটানি দেখে স্বপ্না দাস তার ঊর্ধতন কর্তৃপক্ষকে খবর দিয়ে ওই মহিলার সাহায্যের জন্য যান। নিউ আলিপুরদুয়ার স্টেশনে এদিন দেখা গেল এই ছবি।ওই মহিলা এরপর শৌচালয় যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলে তাঁকে নিয়ে যাওয়া হয় তিস্তা তোর্সা এক্সপ্রেসের স্লিপার কোচের একটি শৌচালয়ে। কিন্তু মেডিকেল টিম এসে পৌঁছানোর আগেই তিনি সন্তান প্রসব করেন। এরপরে খবর পেয়ে রেল পুলিশের টিম এবং চাইল্ড ডেস্ক সেখানে চলে আসে।জানা গিয়েছে ওই মহিলার নাম নেহা দেবী। তিনি বিহারের বাসিন্দা।
advertisement
শিলচর কোয়েম্বাটুর এক্সপ্রেস ট্রেনটির যাত্রী ছিলেন।অপরদিকে ট্রেনে শিশু প্রসবের ঘটনা শুনে নিউ আলিপুরদুয়ার স্টেশনে চলে আসেন রেলওয়ে মেডিকেল অফিসার। নবজাতক ও মাকে নিয়ে যাওয়া হয় আলিপুরদুয়ার রেলওয়ে হাসপাতাল। এই ঘটনার কারণে তিস্তা তোর্সা এক্সপ্রেস ছাড়তে দেরি হয়।ট্রেনটি দুপুর ১ টা ২১ মিনিটে স্টেশন থেকে ছাড়ে।
Annanya Dey