আরও পড়ুন: শহরের ব্যস্ত রাস্তায় ওটা কী বসে! সাহায্য করতে এগিয়ে যেতেই আঁচড়ে-কামড়ে দিল
মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বালুরঘাটে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস টার্মিনাসের ভার্চুয়াল শিলান্যাস করেন। এর হাত ধরে জেলাবাসী ঝাঁ চকচকে সরকারি পরিবহণ পরিষেবা পাবে আগামী দিনে। রাষ্ট্রায়ত্ত এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, মোট ৬৬ লাখ ৪৯ হাজার টাকা ব্যয়ে বালুরঘাটে সরকারি বাস টার্মিনাসে ইন্টার লকিং ব্লক দ্বারা ইয়ার্ড নির্মাণ ও অন্যান্য আনুষঙ্গিক কাজ হবে। এরই ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি শুরু করেন মুখ্যমন্ত্রী।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই প্রকল্প প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ যাত্রীদের বক্তব্য, বালুরঘাট থেকে দূরপাল্লার পরিষেবায় সরকারি পরিবহণ বেসরকারি পরিবহণের থেকে অনেক গুণ ভাল। সঠিক সময়ে দ্রুতগতিতে গন্তব্যে পৌঁছে দিতে এর জুরি নেই। এই নতুন প্রকল্পের ফলে সেই পরিষেবা আরও অনেকটা উন্নত হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
সুস্মিতা গোস্বামী