আরও পড়ুন: আমের মুকুল ঝরে যাচ্ছে? কী করবেন জেনে নিন
খোদ মুখ্যমন্ত্রীর স্পর্শে গ্রামের এই ভোল বদলে বেজায় খুশি গ্রামবাসীরা। জলপাইগুড়ি জেলার গরুমারা বনাঞ্চলের পার্শ্ববর্তী এলাকার রামসাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বধুরাম বড় বস্তির এমন অবাক পরিবর্তন দেখে সকলে যেমন বিস্মিত তেমনই খুশি। এতদিন অবধি এই গ্রামের সকলে কোনওরকমে দিন যাপন করত। শৌচকর্মের জন্য যেতে হত বাড়ির বাইরের ঝোপে। এমনকি ছিল না বিদ্যুৎ বা পানীয় জলের সু-ব্যবস্থা। রাস্তাঘাটও ছিল বেহাল। কিন্তু এখন সেসব অতীত। সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রীর উদ্যোগে সরকারি তরফে সাজিয়ে তোলা হয়েছে এই গ্রামকে। এখন প্রতিটি বাড়িতে রয়েছে আলাদা শৌচালয়। রাস্তাঘাট বাঁধিয়ে দেওয়া হয়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সুন্দর পরিবেশের স্বার্থে এই গ্রামের নানান জায়গায় অলঙ্কার ফুটিয়ে তোলা হয়েছে। রাস্তার পাশে ল্যাম্পপোস্টে রয়েছে পানীয় জলের ব্যবস্থা। এক কথায় বাংলা বইয়ের কবিতার মত সুন্দর এই গ্রাম। জঙ্গল ভ্রমণে এলে এই গ্রামের উপর দিয়েই যেতে হয় পর্যটকদের। এই গ্রামের শান্ত নিরিবিলি পরিবেশ তাঁরাও উপভোগ করে। শান্ত পরিবেশ, অচেনা পাখির ডাক আর চারদিকে ঘন সবুজের মাঝে হারিয়ে যেতে মন চাইবেই। মুখ্যমন্ত্রীর এ হেন উদ্যোগে খুশি প্রতিটি গ্রামবাসী৷ আপাতত এই বসন্তে এখনও উৎসবের আমেজ এই গ্রামে।
সুরজিৎ দে