আরও পড়ুন: চোখ থেকে গোটা শরীরে ছড়িয়ে পড়ে ক্যান্সার! অদম্য লড়াই শেষে জয়ী প্রাক্তন শিক্ষক
কোচবিহারের ছোট মদনমোহন দেব’কে স্নানের আগে প্রথমে আমলকি ও আম গাছের ডাল দিয়ে দাঁত মাজানো হয়। তারপর গায়ে মাখানো হয় তিলবাটা। এরপর দুধ, দই, ঘি, মধু, চন্দন, ডাবের জল ও ১০৮ কলসির জল দিয়ে স্নান সারেন। তবে পরে আবার সহস্র ধারা দিয়ে স্নান করানো হয়।
advertisement
মদনবাড়ির রাজ পুরোহিত হিরেন্দ্রনাথ ভট্টাচার্য জানান, রথের মেলা শেষে পাঁচ মাসের জন্য হরিশয়ানে যান ছোট মদনমোহন দেব। তারপর আবার রাস মেলার আগে উত্থান একাদশীর পূণ্য লগ্নে জেগে ওঠেন তিনি। এবার ২৬ নভেম্বর মদনবাড়ির রাস যাত্রার শুভ সূচনা হবে। সেদিন থেকে ছোট মদনমোহন মন্দিরের ভেতরের সিংহাসনে বসবেন। রাস শেষ হওয়া পর্যন্ত সেখানেই থাকবেন। সেই সময় মন্দিরের বারান্দায় রুপোর সিংহাসনে বসবেন বড় মদনমোহন দেব।
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তিনি আরও জানান, কোচবিহারের প্রাণের মদনমোহন ঠাকুরকে ঘিরে আবেগ রয়েছে সকলের। তাই উত্থান একাদশীর পূণ্য লগ্নে এবার মদনমোহনকে স্বর্ণছত্র অর্পণ করলেন এক ব্যবসায়ী। এদিন স্নানের আগে মদনমোহন মন্দিরের রাজ পুরোহিতের হাতে তুলে দেওয়া হয় এই স্বর্ণছত্র। এছাড়াও এতদিন পর্যন্ত পুঁই শাক ও পটল মদনমোহন দেবের ভোগে দেওয়া বন্ধ ছিল। এবার থেকে দেওয়া হবে রাস মেলা পর্যন্ত।
সার্থক পণ্ডিত






