TRENDING:

Chhat Puja Kulo: সকাল নেই সন্ধ্যে নেই, সবসময় হচ্ছে বিক্রি! আচমকা এই কারণে বাজারে বেড়ে গেল কুলোর ডিমান্ড!

Last Updated:

চাহিদা বেড়ে গেল বাঁশের কুলোর। কেন আচমকা এমনটা হল জানেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ভাইফোঁটার আনন্দ উৎসব। বর্তমান সময়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ছট পুজোর। বিভিন্ন সামগ্রী বিক্রি হতে শুরু করেছে জেলার বিভিন্ন বাজারে। এই সামগ্রীগুলির মধ্যে অন্যতম হলো বাঁশের কুলো। যা একটি অন্যতম প্রয়োজনীয় সামগ্রী এই পুজোর। ছট পুজোয় এই বাঁশের কুলোর মধ্যে দেবতাকে ভোগ সাজিয়ে দেওয়া হয়। দীর্ঘ সময় ধরে এই নিয়ম চলে আসছে এই পুজোর ক্ষেত্রে। তাইতো এই পুজো এলেই চাহিদা বেড়ে ওঠে বাঁশের কুলোর।
advertisement

কোচবিহারের বাজারে বাজার করতে আসা এক ক্রেতা সুস্মিতা বসাক জানান, “ভাইফোঁটা শেষ হতেই ছট পুজোর বাজারের প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। তবে কালীপুজোর আগে থেকেই এই পুজোর প্রস্তুতি চলতে থাকে। বিভিন্ন ধরনের উপাদান প্রয়োজন পড়ে এই পুজোর ক্ষেত্রে। ধীরে ধীরে সেই সমস্ত উপাদানগুলিকে কেনার কাজ চলতে থাকে এই সময়ের মধ্যে। বর্তমান সময়ে বাজারে বেশিরভাগ ক্রেতারাই উপস্থিত হচ্ছেন বাঁশের কুলো কিনতে। এই কুলো অন্যতম প্রয়োজনীয় জিনিস এই পুজোর জন্য।”

advertisement

আরও পড়ুন: গরম দুধে হলুদ নয়, মিশিয়ে নিন এই দুই উপাদান! রাতে খেলেই শরীর চনমনে! রোগ মুক্তি!

বাজারের আরেক ক্রেতা আশা সাহা জানান, “বাঁশের কুলো অন্যতম প্রয়োজনীয় উপকরণ ছট পুজোর জন্য। তবে অনেকেই বাঁশের কুলোর পাশাপাশি পেতলের কুলো ব্যবহার করে থাকেন। বর্তমান সময়ে বাজারে প্রচুর পরিমাণে বাঁশের কুলোর আমদানি হচ্ছে। সারা বছরই কুলো চোখে না পড়লেও। বছরের এই বিশেষ মরসুমে এই কুলোর চাহিদা বেড়ে ওঠে বাজারে।” বাজারের এক বিক্রেতা বিক্রম বানিয়া জানান, “ছট পুজো উপলক্ষে প্রচুর পরিমাণে কুলো মজুত করা হয়েছে। ক্রেতারা এসে যাতে কোনরকম ভাবে ঘুরে না যান। সেই বিষয়টি লক্ষ্য রাখা হচ্ছে।”

advertisement

View More

আরও পড়ুন: পাওয়া যায় মাত্র ক’মাস… এই ফলই হার্টের অসুখ,পেটের অসুখের যম,ঝটপট কমায় ওজনও

ইতিমধ্যেই বাজারে কুলোর পরিমাণ বেড়ে উঠেছে প্রত্যেকটি দোকানে। বাজারের প্রায় প্রতিটি দোকান প্রচুর পরিমাণে কুলো মজুত করেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বহু ক্রেতারা ছট পুজো উপলক্ষে এই কুলো কিনে নিয়ে যাচ্ছেন।  ছট পুজোর আগে পর্যন্ত এই কুলোর চাহিদা বাজারে দেখতে পাওয়া যাবে প্রচুর পরিমাণে। বাজারের বেশিরভাগ বিক্রেতারা কুলো বিক্রির মাধ্যমে মুনাফা অর্জনের চেষ্টা করছেন বর্তমানে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিকেতনে রয়েছে কবিগুরুর ছাপাখানা, ঐতিহ্য-ইতিহাস
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Chhat Puja Kulo: সকাল নেই সন্ধ্যে নেই, সবসময় হচ্ছে বিক্রি! আচমকা এই কারণে বাজারে বেড়ে গেল কুলোর ডিমান্ড!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল