একটা সময় ছিল, যখন প্রত্যেক মেয়েই কাচের চুড়ি পরতে ভীষণ পছন্দ করতেন। তবে যতই দিন এগোচ্ছে, ততই চুড়ির মধ্যে এসেছে বিভিন্ন ধরনের ডিজাইন। বর্তমানে তরুণীরা জিন্স, থ্রি পিস কিংবা শাড়ির সঙ্গে ম্যাচ করে এমন চুড়ি পরতে ভীষণ পছন্দ করেন।
আগে কাচের চুড়ির একটা চল থাকলেও বর্তমানে আধুনিকতার সঙ্গে সঙ্গে অনেক নতুন ডিজাইনের রকমারি চুড়ির চাহিদা বাড়ছে। এ সময় সব থেকে বেশি ট্রেণ্ডিং শিফন সুতোর চুড়ি। এই সব চুড়ি সাধারণত শিফন সুতো দিয়ে তৈরি হয়ে থাকে। আবার অন্য দিকে অবসর কাটানো নারীদের কর্মসংস্থানের জন্য একটি অন্যতম দিক উন্মোচন করছে এই শিফন সুতোর চুড়ি।
advertisement
আরও পড়ুন- ৫৬৮ ফুট পটচিত্রে গোটা মহাভারত! মেদিনীপুরের এই পটুয়ার কীর্তি সাড়া ফেলল বিদেশেও
বাড়ি বসে এখন অনেক মেয়েই অনলাইনেও বিক্রি করছেন এই শিফন সুতোর চুড়ি। উত্তর দিনাজপুরের হেমতাবাদের ১৭ বছরের সানিয়া কুন্ডু পড়াশোনার পাশাপাশি এই শিফন সুতোর চুড়ি বানান। সুতো দিয়ে এই চুড়ি বানিয়ে সানিয়া সৃষ্টিশ্রী স্টলে আবার কখনও অনলাইনেও বিক্রি করেন এই চুড়িগুলো। ১০ টাকা, ১৫ টাকা, আবার ২০ টাকা দামেও বিক্রি করা হয়। নকশার ভিত্তিতে চুড়িগুলোর দাম নির্ধারণ করা হয় । খুব সহজে যে কোনও পোশাকের সঙ্গে মানানসই হওয়ায় দিন দিন চাহিদা বাড়ছে এই শিফন সুতোর চুড়ির।
পিয়া গুপ্তা