TRENDING:

Alipurduar News: চৈত্রেই বহুরূপীদের পৌষমাস! শেষ দিনেই বড় সুযোগ মালামাল হওয়ার

Last Updated:

চৈত্র মাসের শেষ দিন বহুরূপীদের কাছে রোজগারের বড় সুযোগ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: চৈত্র সংক্রান্তিতে পালিত হয় চড়ক পুজো। এই পুজো উপলক্ষে গ্রাম বাংলায় মেলার আয়োজন করা হয়। শিব ভক্তরা একমাস কঠিন ব্রত রাখার পর আজ বিকেলে চড়ক পুজো করবেন। চড়ক পুজোর বিশেষ আকর্ষণ বহুরূপীর নৃত্য। যার মহড়া চালিয়ে গিয়েছেন এই নৃত্যের সঙ্গে জড়িত শিল্পীরা।
advertisement

বহুরূপী সাজেন শিব ভক্তরা। তারা চৈত্রমাসের মাঝামাঝি সময় থেকে ভক্তরা শিব, পার্বতী, কালী সহ একাধিক দেবতার সাজ নিয়ে ঘুরে বের হন। বিভিন্ন জায়গায় ঘুরে শিবের গান পরিবেশন করে থাকেন তারা। আলিপুরদুয়ার জেলায় ফালাকাটায় বড় চড়ক মেলার আয়োজন করা হয়। এই মেলায় বহুরূপীদের নাচ দেখতে আসেন এলাকার বাসিন্দারা।

আরও পড়ুন: রোজ রোজ বাঁশের উপর সার্কাস! প্রশাসনকে বলেও কিছু হয়নি! এবার গ্রামবাসীরা যা করলেন, জানলে স্যালুট জানাবেন

advertisement

কেউ শিব, কেউ আবার সাজেন পার্বতী। গায়ে বিভিন্ন রং মেখে, বিভিন্ন গয়না পরে নিজেদের সাজিয়ে তোলেন তারা। এখন তারাই হয়ে উঠেছেন মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু। চড়ক পুজোয় তাঁদের সাজ হবে আরও উজ্জ্বল। মূলত এই বহুরূপীরা বছরের এই সময় দেবতার রূপ নিয়ে এবং নাচ, গান করে বাড়তি টাকা উপার্জন করেন।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সুমন সরকার নামের এক বহুরূপী জানান, “আমি পাঁচ বছর ধরে চড়ক পুজোর সঙ্গে যুক্ত। রীতিমত আনন্দের সঙ্গে এই কাজটি করি। আমরা শিব পার্বতী সেজে বিভিন্ন জায়গায় ঘুরে অর্থ সংগ্রহ করি। চড়ক পুজোর মেলায় নাচ, গান দেখিয়ে আরও বেশি টাকা উপার্জন হয়। কেউ তো এখন আর এই কাজের সঙ্গে যুক্ত থাকতে চাননা। যদি আমাদের দেখে নতুন প্রজন্ম এগিয়ে আসে, তাহলে তাঁদের বাড়তি উপার্জনের পথ প্রশস্ত হবে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভরসন্ধ্যায় গৃহস্থের বাড়িতে আগুন! এলাকায় কীর্তনের অনুষ্ঠান চলাকালীন বিপত্তি
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: চৈত্রেই বহুরূপীদের পৌষমাস! শেষ দিনেই বড় সুযোগ মালামাল হওয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল