বহুরূপী সাজেন শিব ভক্তরা। তারা চৈত্রমাসের মাঝামাঝি সময় থেকে ভক্তরা শিব, পার্বতী, কালী সহ একাধিক দেবতার সাজ নিয়ে ঘুরে বের হন। বিভিন্ন জায়গায় ঘুরে শিবের গান পরিবেশন করে থাকেন তারা। আলিপুরদুয়ার জেলায় ফালাকাটায় বড় চড়ক মেলার আয়োজন করা হয়। এই মেলায় বহুরূপীদের নাচ দেখতে আসেন এলাকার বাসিন্দারা।
advertisement
কেউ শিব, কেউ আবার সাজেন পার্বতী। গায়ে বিভিন্ন রং মেখে, বিভিন্ন গয়না পরে নিজেদের সাজিয়ে তোলেন তারা। এখন তারাই হয়ে উঠেছেন মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু। চড়ক পুজোয় তাঁদের সাজ হবে আরও উজ্জ্বল। মূলত এই বহুরূপীরা বছরের এই সময় দেবতার রূপ নিয়ে এবং নাচ, গান করে বাড়তি টাকা উপার্জন করেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সুমন সরকার নামের এক বহুরূপী জানান, “আমি পাঁচ বছর ধরে চড়ক পুজোর সঙ্গে যুক্ত। রীতিমত আনন্দের সঙ্গে এই কাজটি করি। আমরা শিব পার্বতী সেজে বিভিন্ন জায়গায় ঘুরে অর্থ সংগ্রহ করি। চড়ক পুজোর মেলায় নাচ, গান দেখিয়ে আরও বেশি টাকা উপার্জন হয়। কেউ তো এখন আর এই কাজের সঙ্গে যুক্ত থাকতে চাননা। যদি আমাদের দেখে নতুন প্রজন্ম এগিয়ে আসে, তাহলে তাঁদের বাড়তি উপার্জনের পথ প্রশস্ত হবে।”
Annanya Dey





