TRENDING:

জটিল রোগের চিকিৎসা হবে ঘরের কাছেই, প্রায় প্রস্তুত বিশাল CCU ইউনিট! 'এই' হাসপাতালে এবার আরও উন্নত চিকিৎসা

Last Updated:

CCU Block : বালুরঘাট জেলা হাসপাতালে শুরু হতে যাচ্ছে সিসিইউ ব্লক বা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। যেখানে ৫০টি বেডে মুমূর্ষু রোগীরা চিকিৎসা পরিষেবা পাবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী : বালুরঘাট জেলা হাসপাতালে শুরু হতে যাচ্ছে সিসিইউ ব্লক বা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। যেখানে ৫০টি বেডে মুমূর্ষু রোগীরা সম্পূর্ণ সরকারি খরচায় বিশেষ দেখাশোনার মধ্যে দিয়ে চিকিৎসা পাবেন। তবে, জেলাবাসীর একাংশের দাবি, শুধু বড় বড় বিল্ডিং বানিয়ে লাভ কিছু হবে না। প্রয়োজন চিকিৎসকের।
advertisement

উল্লেখ্য, দশতলা বিল্ডিং বানানো হয়েছে বালুরঘাট জেলা হাসপাতালে। সেই বিল্ডিংয়ে সমস্ত আধুনিক যন্ত্রপাতি রয়েছে। এমনকি পরিকাঠামো তৈরি হলেও, চিকিৎসক তেমন না থাকায় পড়ে থেকে নষ্ট হচ্ছে সেই সমস্ত মেশিনপত্র, অভিযোগ স্থানীয়দের। এই সিসিইউ ব্লকের কাজ শুরু হয়েছিল ২০২৩ সালের মে মাসে। মোট ১৮ কোটি টাকা ব্যয়ে এই ভবন তৈরি করা হচ্ছে। লক্ষ্যমাত্রা ছিল ৩০০ দিনের মধ্যে কাজ শেষ করা। কিন্তু নানা কারণে কাজ সম্পূর্ণ করতে পারেনি ঠিকাদার সংস্থা। কিন্তু এই মুহূর্তে কাজ চলছে দ্রুতগতিতে।

advertisement

আরও পড়ুন : বিরিয়ানির দোকান আর ভাইরাল ভিডিও ফিরিয়ে দিল ভাগ্য! ১২ বছর আগে হারিয়ে যাওয়া প্রিয়জনের খোঁজ পেল পরিবার

তিন তলা বিশিষ্ট এই বিল্ডিং এ সমস্ত রকমের চিকিৎসা পরিষেবা থাকবে। এই মুহূর্তে বালুরঘাট হাসপাতালে হৃদরোগের সেভাবে কোনও চিকিৎসা হয় না। কিন্তু সিসিইউ চালু হয়ে গেলে হার্ট সংক্রান্ত সমস্যায় ভোগা যে কোন রোগীকে চিকিৎসা করানো যাবে বালুরঘাট জেলা হাসপাতালে। এই মুহূর্তে বালুরঘাট জেলা হাসপাতালে সিসিইউ বেডের সংখ্যা ২৫ টি। যা জেলার জনসংখ্যার নিরিখে অত্যন্ত কম।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখে কাটোয়ার যুবক পেলেন দুর্দান্ত বিজনেস আইডিয়া! জীবনে এল ১৮০ ডিগ্রি মোড়
আরও দেখুন

যে কারণে রোগীদের ভর্তির ক্ষেত্রে সবসময় সুবিধাজনক পরিস্থিতি থাকে না। এখন নতুন করে উন্নতমানের আলাদা সিসিইউ ব্লক তৈরি হলে জেলাতেই মুমূর্ষু রোগীরা চিকিৎসার পরিষেবা পাবেন। ৫০ বেডের এই নতুন ব্লক চালু সেই সমস্যার অনেকটাই সমাধান হবে বলে মনে করছে জেলা স্বাস্থ্য দফতর। নানা কঠিন রোগের ক্ষেত্রে বিশেষভাবে উপকৃত হবেন রোগীরা, তা আর বলার অপেক্ষা রাখে না।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
জটিল রোগের চিকিৎসা হবে ঘরের কাছেই, প্রায় প্রস্তুত বিশাল CCU ইউনিট! 'এই' হাসপাতালে এবার আরও উন্নত চিকিৎসা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল