বিডিওর করা অভিযোগ সামনে আসতেই সরব হয়েছে বিজেপি। ইতিমধ্যে এনিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ট্য়ুইট করেছেন। সুকান্ত মজুমদার লেখেন, ‘আইনের নজর থেকে নিজেকে সুরক্ষিত রাখতেই CCTV উধাও করে দেওয়া হল না তো? পশ্চিমবঙ্গের গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে প্রত্যেকটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমরা মহামান্য উচ্চ আদালতের নজরে আনব এবং এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামব।’
advertisement
তৃণমূলের জেলা সহ-সভাপতি সুভাষ চাকি জানান, ‘সিসিটিভি চুরির কোনও ঘটনা ঘটলে তা প্রশাসন তদন্ত করে দেখবে। তবে বালুরঘাট কলেজে কোনও অশান্তি হয়নি বলেই দাবি তাঁর। সুকান্তর ট্য়ুইট নিয়ে তাঁর দাবি, লোকসভা ভোটের আগে হারানো জমি ফিরে পেতে ‘নাটক’ করছেন বিজেপির রাজ্য সভাপতি। পাশাপাশি,বিরোধীদের করা অভিযোগ অস্বীকার করা হয়েছে।এই ঘটনার সঙ্গে তৃণমূল কোন ভাবেই জড়িত নয় বলে জানান তিনি।
সুস্মিতা গোস্বামী