এদিকে, রাজারহাট বিএলএন্ডএলআরও অফিসে ইডি আধিকারিক।
এস এস সি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায় এর নিউটাউন রাজারহাট এলাকায় যে জমি সম্পত্তি আছে তার এখন কী স্ট্যাটাস আছে, সেই বিষয়ে জানতে রাজারহাট বিএল এন্ড এল আর ও অফিসে যান ইডির দুই আধিকারিক। সেখানে ঘন্টা খানেক থাকার পর সূত্রের খবর বেশ কিছু নথি নিয়ে বেরিয়ে যান ওই দুই ইডি আধিকারিক।
advertisement
আরও পড়ুন: নজরে অনুব্রতর 'শরীর', গাড়িতে বড় চমক! সিবিআই-এর বিশেষ 'ব্যবস্থা' নিয়ে শোরগোল
প্রসঙ্গত, টেট-দুর্নীতি মামলার জেরে মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা সংসদ থেকে সরানোর নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। পরিবর্তে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গৌতম পালকে প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়া সভাপতির দায়িত্ব দেওয়া হল। পাশাপাশি ১১ জনের নতুন অ্যাড হক কমিটি গঠন করা হল প্রাথমিক শিক্ষা পর্ষদে। যেখানে নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, অভিক মজুমদার, রঞ্জন চক্রবর্তীর মত বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে আসা হল। আগামিকালই পর্ষদের নয়া সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন গৌতম পাল।
আরও পড়ুন: বাবার দ্বিতীয় বিয়ে, তারপরেই নৃশংস রূপে ছেলে! রক্তে ভাসল ঘর, আঁতকে উঠল জিরাট
শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ অনেক আগেই দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। নতুন সভাপতি নিযুক্ত না হওয়া পর্যন্ত পর্ষদ সভাপতির দায়িত্ব সামলাবেন সচিব রত্না চক্রবর্তী বাগচী, এমনটাই জানিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন মানিক ভট্টাচার্য। তবে তাঁর আবেদনে সাড়া দেয়নি আদালতের ডিভিশন বেঞ্চ। অবশেষে মানিক ভট্টাচার্যকে পদ থেকে সরানোর সিদ্ধান্ত নিল রাজ্য।