কালচিনি ব্লকের নিমাতি রেঞ্জ সংলগ্ন বনবস্তিতে মানুষ-বন্যপ্রাণী সংঘাত রুখতে বক্সা উপক্ষেত্র অধিকর্তার (পশ্চিম) উপস্থিতিতে বিশেষ বৈঠক ডাকা হয়েছিল। যেখানে নিমাতি রেঞ্জের রেঞ্জ অফিসার, বক্সা ব্যাঘ্র প্রকল্পের বন কর্তারা সহ এই রেঞ্জের অন্তর্গত সকল যৌথ বন সুরক্ষা কমিটির সদস্যদের পাশাপাশি, পুলিশ ও বিদ্যুৎ বিভাগের কর্মীরাও উপস্থিত ছিলেন। যেখানে এই মানুষ-বন্যপ্রাণীর সংঘাত এড়াতে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা ঘোষণা করেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্তারা।
advertisement
যেখানে একদিকে হাতির করিডরে ক্যামেরা লাগানোর পাশাপাশি সম্প্রতি নিমতি রেঞ্জের উত্তর ও দক্ষিণ লতাবাড়িতে একটি ও পাটকাপাড়ায় একটি মোট দুটো এলিফ্যান্ট স্কোয়ার্ড নামে গাড়িও দেওয়ায় হয়েছে। যারা রাতে বন্যপ্রাণীর ওপর নজরদারির ও এলাকায় টহলদাড়িও চালাচ্ছে বলে বন দফতর তরফে জানানো হয়। এছাড়া এই হাতির করিডরে যেখানে হাতি সহ অন্যান্য বন্যপ্রাণীর আনাগোনা বেশি সে সব স্থানে ক্যামেরা লাগানোর পরিকল্পনা বন দফতরের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও প্রথমে পরীক্ষামূলকভাবে নিমতি রেঞ্জ ও পশ্চিম দমনপুরে ১০টি করে ক্যামেরা লাগানো হবে এবং সেখানে ইতিবাচক ফল মিললে তা বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্যান্য রেঞ্জেও কার্যকরী করা হবে বলে দাবি জানান বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা হরিকৃষ্ণণ পিজে। তিনি বলেন, “আগামী একমাসের মধ্যেই এই ক্যামেরা লাগানোর এবং একটি কন্ট্রোল রুম তৈরির পরিকল্পনা রয়েছে। এটির ফলে আশা করছি আমরা খুব দ্রুত বন্যপ্রাণীর গতিবিধির ওপর নজর রেখে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই ব্যবস্থা নিতে পারব।”
Annanya Dey