আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের আটিয়াবাড়ি চা বাগানের কয়েকশো পড়ুয়াকে ট্রাকে ঠাসাঠাসি করে কালচিনির বিভিন্ন স্কুলে যেতে হয়। একই ভাবে ট্রাকে ঠাসাঠাসি করে স্কুলে যাওয়ার পথে লাগাতার অসুস্থ হচ্ছে ছাত্র-ছাত্রীরা। এই ঘটনার পরই এবার স্কুল বাসের দাবিতে সরব হয়েছেন পড়ুয়াদের থেকে শুরু করে অভিভাবকরাও।
আরও পড়ুন: কালিদাসের মত কারবার…! বাঁধের মাটি কেটেই বাঁধ, কাজ দেখে রেগে লাল বাসিন্দারা, তারপর যা হল…
advertisement
ছাত্র-ছাত্রীদের কথায়, প্রতিদিন প্রায় ২৫০ থেকে ৩০০ জন ছাত্র-ছাত্রী ওই ট্রাকে দাঁড়িয়ে ঠাসাঠাসি করে স্কুলে যায়। আর এ কারণে এবং তীব্র গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ে। অভিভাবক ও পড়ুয়াদের অভিযোগ, এ নিয়ে বাগান কর্তৃপক্ষকে একাধিকবার বাসের দাবি জানানো সত্ত্বেও তারা কর্ণপাত করেনি। যার ফলস্বরূপ এরূপ ভোগান্তির শিকার হতে হচ্ছে পড়ুয়াদের। অপরদিকে, বাগান কর্তৃপক্ষের তরফে শীঘ্র এই সমস্যার সমাধান না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি বাগানের শ্রমিক সংগঠনের সদস্যদের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে আটিয়াবাড়ি চা বাগানের শ্রমিক নেতা মমজাদ আনসারী বলেন, “আমাদের তরফেও একাধিকবার বাগান কর্তৃপক্ষকে এই বিষয়ে জানিয়েছি এবং বাসের দাবি রেখেছি। তবে তারা এখনও এ নিয়ে কোন উদ্যোগ নেয়নি।” যদিও, পড়ুয়াদের বাসের দাবি নিয়ে মুখ খুলতে নারাজ আটিয়াবাড়ি চা বাগানের কর্তারা।
Annanya Dey