TRENDING:

Bangla News: সাহসের প্রতীক সুচেতন ভট্টাচার্য! সাহসী পদক্ষেপ সংগঠনের সদস্যদের রসদ

Last Updated:

Buddhadeb Bhattacharjee: বুদ্ধদের ভট্টাচার্যের সন্তান সুচেতনা থেকে সুচেতন হয়ে ওঠার গল্প সাহস জোগাচ্ছে প্রান্তিক এলাকার এলজিবিটিকিউআইএ সংগঠনের সদস্যদের। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: বুদ্ধদের ভট্টাচার্যের একমাত্র সন্তান ‘সুচেতনা’ থেকে ‘সুচেতন’ হয়ে ওঠার গল্প সাহস জোগাচ্ছে প্রান্তিক এলাকার এলজিবিটিকিউআইএ সম্প্রদায়ের মানুষদের। সম্প্রতি এক এলজিবিটিকিউআইএ কর্মশালায় গিয়ে সেখানে নিজের পুরুষ হওয়ার ইচ্ছের কথা জানায় বুদ্ধদেব ভট্টাচার্যের একমাত্র সন্তান। শিলিগুড়ি শহরেও এমন মানুষের সংখ্যা শতাধিক। এ বার তাঁদের মতো আরও যারা রয়েছে, তাঁদের শক্তি জোগাবে এই সিদ্ধান্ত বলে মনে করছেন সম্প্রদায়ের সদস্যরা।
advertisement

LGBTQIA-হল লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, কুইয়ার বা প্রশ্ন করা, ইন্টারসেক্স, অযৌন এবং আরও অনেক কিছুর সংক্ষিপ্ত রূপ। এই পদগুলি একজন ব্যক্তির যৌন অভিযোজন বা লিঙ্গ পরিচয় বর্ণনা করে। এমন বহু মানুষ রয়েছেন যারা নিজেদের লিঙ্গ পরিচয় সকলের সামনে আনতে ভয় পান। বুদ্ধবাবুর সন্তান এই সিদ্ধান্তের থেকেও লড়াইটা আরও দুর্গম বহু প্রান্তিক মানুষের কাছে।

advertisement

আরও পড়ুনঃ বিরোধীরা হেভিওয়েট প্রার্থী, পঞ্চায়েতে বামেদের হয়ে লড়ছেন কলেজ পড়ুয়া সৌরনীল, চিনুন তাঁকে

গ্রামে-মফঃস্বলে এমনকী শহরেও এমন বহু মানুষকে কেবলমাত্র তাঁর লিঙ্গ পরিচিতির জন্যই মুখ গুজে লড়াই করতে হচ্ছে। তাদের কাছে এই সিদ্ধান্তটা অনেক সাহস যোগাবে বলে মনে করছেন শিলিগুড়ি শহরের এলজিবিটিকিউআইএ সম্প্রদায়ের একাংশ।

View More

advertisement

শহরের এলজিবিটিকিউআইএ সম্প্রদায়ের একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার বিবেক ঘোষ জানান, “তাঁর এই সিদ্ধান্ত আমার বা আমাদের মতো যত মানুষদের আছে তাদের সাহস যোগাবে তাদেরও ইনফ্লুয়েন্স করবে। কারণ এমন বহু মানুষ রয়েছে যাদের ইচ্ছে রয়েছে কিন্তু সমাজের চাপে মুখ খুলে বলতে পারছে না। কাউকে তাঁদের অনেক সাহস যোগাবে এই সিদ্ধান্তটা।”

সম্প্রদায়ের আরেক ব্যক্তি সৌভিক ঘোষাল জানিয়েছেন, “তাঁর এই সিদ্ধান্তকে আমরা কুর্নিশ জানাচ্ছি। সবাই এমন সাহস দেখাতে পারে না। তাঁকে দেখে আমাদের গ্রামে-মফঃস্বলে এমন অনেকে রয়েছে। যারা লিঙ্গ পরিবর্তন করতে চায়, তাঁরা অনেক সাহস পাবে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: সাহসের প্রতীক সুচেতন ভট্টাচার্য! সাহসী পদক্ষেপ সংগঠনের সদস্যদের রসদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল