LGBTQIA-হল লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, কুইয়ার বা প্রশ্ন করা, ইন্টারসেক্স, অযৌন এবং আরও অনেক কিছুর সংক্ষিপ্ত রূপ। এই পদগুলি একজন ব্যক্তির যৌন অভিযোজন বা লিঙ্গ পরিচয় বর্ণনা করে। এমন বহু মানুষ রয়েছেন যারা নিজেদের লিঙ্গ পরিচয় সকলের সামনে আনতে ভয় পান। বুদ্ধবাবুর সন্তান এই সিদ্ধান্তের থেকেও লড়াইটা আরও দুর্গম বহু প্রান্তিক মানুষের কাছে।
advertisement
আরও পড়ুনঃ বিরোধীরা হেভিওয়েট প্রার্থী, পঞ্চায়েতে বামেদের হয়ে লড়ছেন কলেজ পড়ুয়া সৌরনীল, চিনুন তাঁকে
গ্রামে-মফঃস্বলে এমনকী শহরেও এমন বহু মানুষকে কেবলমাত্র তাঁর লিঙ্গ পরিচিতির জন্যই মুখ গুজে লড়াই করতে হচ্ছে। তাদের কাছে এই সিদ্ধান্তটা অনেক সাহস যোগাবে বলে মনে করছেন শিলিগুড়ি শহরের এলজিবিটিকিউআইএ সম্প্রদায়ের একাংশ।
শহরের এলজিবিটিকিউআইএ সম্প্রদায়ের একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার বিবেক ঘোষ জানান, “তাঁর এই সিদ্ধান্ত আমার বা আমাদের মতো যত মানুষদের আছে তাদের সাহস যোগাবে তাদেরও ইনফ্লুয়েন্স করবে। কারণ এমন বহু মানুষ রয়েছে যাদের ইচ্ছে রয়েছে কিন্তু সমাজের চাপে মুখ খুলে বলতে পারছে না। কাউকে তাঁদের অনেক সাহস যোগাবে এই সিদ্ধান্তটা।”
সম্প্রদায়ের আরেক ব্যক্তি সৌভিক ঘোষাল জানিয়েছেন, “তাঁর এই সিদ্ধান্তকে আমরা কুর্নিশ জানাচ্ছি। সবাই এমন সাহস দেখাতে পারে না। তাঁকে দেখে আমাদের গ্রামে-মফঃস্বলে এমন অনেকে রয়েছে। যারা লিঙ্গ পরিবর্তন করতে চায়, তাঁরা অনেক সাহস পাবে।”
অনির্বাণ রায়