উত্তর দিনাজপুর বাংলাদেশ সীমান্তবর্তী জেলা। সেখানকার চোপড়া ব্লকের বিলন্দপুর বিএসএফ ক্যাম্পে অনুষ্ঠিত হল এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। সীমান্ত রক্ষী বাহিনীর ১৭ নম্বর ব্যাটালিয়ন এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করে। পাশাপাশি গরিব পরিবারের শিশুদের পাঠ্যপুস্তক দিয়ে সাহায্য করার এই উদ্যোগে খুশি এলাকার মানুষ।
আরও পড়ুন: ভারতকে জানতে সাইকেলে চেপে বকখালিতে হাজির কুমিল্লার যুবক
advertisement
সীমান্তবর্তী এলাকার পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করার জন্য বিএসএফের একটি বিশেষ প্রকল্প চালু আছে। যার নাম সিভিক অ্যাকশন প্রকল্প। সেই সিভিক অ্যাকশন প্রকল্পের অধীনেই এই স্বাস্থ্য শিবির এবং পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। প্রায় ২৫০ জন স্থানীয় বাসিন্দা বিএসএফ ক্যাম্পে এসে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করান। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ওষুধও রোগীদের হাতে বিনামূল্যে তুলে দেয় বিএসএফ। এছাড়া দরিদ্র পরিবারের শিশুদের পড়াশোনায় সাহায্য করতে গিয়ে বিএসএফ স্কুল ব্যাগ সহ বই-খাতা, পেন-পেন্সিল সবকিছু কিনে দিয়েছে। পাশাপাশি অল্প বয়সী শিশুদের হাতে তুলে দেওয়া হয় খেলার নানান সামগ্রী। এই স্বাস্থ্য শিবিরে বিএসএফের ডিআইজি সি ডি আগরওয়াল, সুজালি পঞ্চায়েতের প্রধান আব্দুল হক, চোপড়ার ব্লক মহিলা তৃণমূলের সভাপতি আসমা তারা বেগম উপস্থিত ছিলেন। সীমান্ত রক্ষী বাহিনীর এই সামাজিক কর্মকাণ্ডে খুশি এলাকার মানুষজন। বিশেষজ্ঞরা বলছেন, বিএসএফের এই সামাজিক উদ্যোগের সুদূরপ্রসারী ফল মিলতে পারে। এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক যত ঘনিষ্ঠ হবে ততই চোরাচালান আটকাতে সুবিধা হবে সীমান্ত রক্ষী বাহিনীর।
পিয়া গুপ্তা