South 24 Parganas News: ভারতকে জানতে সাইকেলে চেপে বকখালিতে হাজির কুমিল্লার যুবক

Last Updated:

২৫ ফেব্রুয়ারি কুমিল্লা থেকে রওনা হন মাহমুদুল হাসান। এরপর তিনি বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের বাকি চার রাজ্য ঘুরে শেষে পশ্চিমবঙ্গে এসেছেন। যে রাজ্যের সঙ্গে বাংলাদেশের আত্মিক যোগ। যাদের ভাষা, সংস্কৃতি সব এক।

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: ভারত-বাংলাদেশের বন্ধুত্ব তুলে ধরতে কুমিল্লা থেকে সাইকেল চালিয়ে বকখালিতে এসে হজির মাহমুদুল হাসান। বাংলাদেশের এই তরুণ কুমিল্লা থেকে পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকত বকখালিতে আসার জন্য সহজ পথ বেছে নেননি। বরং ভারত-বাংলাদেশ সৌভ্রাতৃত্বের বার্তা সকলের মধ্যে ছড়িয়ে দিতে প্রতিবেশী রাষ্ট্রটির সঙ্গে সীমান্ত ভাগ করছে এ দেশের যে পাঁচ রাজ্য সেই ত্রিপুরা, মেঘালয়, অসম, মিজোরাম হয়ে বাংলায় এসে পৌঁছেছেন। সেই সঙ্গে এই বাংলাদেশি তরুণ বৃক্ষ সংরক্ষণের বার্তাও সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন।
গত ২৫ ফেব্রুয়ারি কুমিল্লা থেকে রওনা হন মাহমুদুল হাসান। এরপর তিনি বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের বাকি চার রাজ্য ঘুরে শেষে পশ্চিমবঙ্গের বকখালিতে এসে পৌঁছন। যে রাজ্যের সঙ্গে বাংলাদেশের আত্মিক যোগ। যাদের ভাষা, সংস্কৃতি সব এক।
advertisement
advertisement
তাঁর এই সাইকেল সফর নিয়ে মাহমুদুল বলেন, বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের রাজ্যগুলো সাইকেলে করে কাছ থেকে ঘুরে দেখার জন্য এই সফরে বেরিয়েছি। আমি পেশায় একজন সাইক্লিস্ট। তাই এতে বিশেষ সমস্যা হচ্ছে না। আমার এই সফরের উদ্দেশ্য হল, মানুষকে বৃক্ষ সংরক্ষণ এবং ভারত-বাংলাদেশ বন্ধুত্ব সম্পর্কে সচেতন করে তোলা। ওই বাংলাদেশি যুবকের কথায়, ভারত-বাংলাদেশের বন্ধুত্ব চিরন্তন। একে ভুলে গেলে চলবে না। ভারতের প্রতিটি রাজ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের কাছ থেকে তিনি উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন বলে জানিয়েছেন মাহমুদুল। সেইসঙ্গে তাঁর স্বপ্নের কথা বলতে গিয়ে বলেন, একদিন সাইকেলে করে গোটা ভারত, তারপর গোটা বিশ্ব ঘুরে দেখতে চাই।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ভারতকে জানতে সাইকেলে চেপে বকখালিতে হাজির কুমিল্লার যুবক
Next Article
advertisement
West Bengal Weather Update: এগোচ্ছে ঘূর্ণাবর্ত ! নিম্নচাপের বৃষ্টিতে ভাসবে পুজো? কবে কবে বেশি বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন
এগোচ্ছে ঘূর্ণাবর্ত ! নিম্নচাপের বৃষ্টিতে ভাসবে পুজো? কবে কবে বেশি বৃষ্টির পূর্বাভাস, জানুন
  • এগোচ্ছে ঘূর্ণাবর্ত !

  • নিম্নচাপের বৃষ্টিতে ভাসবে পুজো ?

  • পুজোর দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement