বিশেষ সূত্রে খবর পেয়ে মালদহ টাউন জিআরপি থানার পুলিশ অভিযান চালায় স্টেশন চত্বরে। সেখানে কালিয়াচকের এক ব্যক্তিকে আটক করে জিআরপি পুলিশের কর্তারা। পুলিশি তল্লাশিতে ধৃতের কাছ থেকে উদ্ধার ২ টি ব্যাগে প্রায় ৪০৪ গ্রাম ব্রাউন সুগার। জিআরপি পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম জসিমুদ্দিন শেখ (২১)। বাড়ি কালিয়াচকের শাহবাজপুর এলাকায়।
advertisement
জিআরপি থানার আইসি প্রশান্ত রায় জানান, বিশেষ সূত্রের ভিত্তিতে খবর আসে একজন ব্যক্তি বিপুল পরিমাণ মাদক নিয়ে কালিয়াচক থেকে কোচবিহারের উদ্দেশ্যে মালদা টাউন স্টেশন হয়ে রওনা হবে। সেই মতো সোমবার সকালে মালদহ টাউন স্টেশনে কালিয়াচকের এক ব্যক্তিকে আটক করে দেহ তল্লাশি চালান হয়। তার হেফাজত থেকে দুটি ব্যাগে ৪০৪ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি টাকা।
প্রাথমিক জেরায় জানা গিয়েছে, ধৃত ব্যক্তি উদ্ধার হওয়া ব্রাউন সুগার কালিয়াচক থেকে কোচবিহারের দিকে নিয়ে যাচ্ছিল। ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদহ জেলা আদালতে পেশ করা হয়েছে।