তিন বছর আগে ভারী বর্ষায় আটিয়াবাড়ি ঝোরার প্রবল জলের স্রোতে সেতু ভেঙ্গে গিয়েছিল। তারপর সেতু নির্মাণের কোনও কাজ হয়নি এলাকায়। আলিপুরদুয়ার জেলার আটিয়াবাড়ি চা বাগান এলাকার সংযোগকারী প্রধান সেতু এটি। এই সেতু ধরেই যাওয়া যায় কালচিনি প্রধান রাস্তায়। প্রতিদিন হাজারের বেশি মানুষ যাতায়াত করে এই বিপদজনক সেতু দিয়ে। ইতিমধ্যে সেতু নির্মাণের দাবিতে বাসিন্দারা প্রশাসন থেকে শুরু বিভিন্ন জায়গায় দরবার করেছেন। কিন্তু সমস্যা সমাধান হচ্ছেনা।
advertisement
আরও পড়ুন: হাল ফিরবে জয়গাঁ বাস টার্মিনাসের? ৩ কোটি টাকার নতুন গল্প শোনা গেল চেয়ারম্যানের মুখে
প্রশাসনের পক্ষ থেকে এখনও অবধি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি বলে ক্ষোভ রয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। বাসিন্দারা জানান, আটিয়াবাড়ি সেতু ভেঙ্গে যাওয়ার পর থেকে প্রায় পাঁচ কিমি ঘুরপথে সমস্ত গাড়ি ও বাগানের গাড়ি চলাচল করে। আর ভাঙ্গা সেতুর একপাশে দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে বাসিন্দারা হেঁটে যান। কোনওরকমে সাইকেলে যাতায়াত করতে হয়। যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ইতিমধ্যে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। বাসিন্দাদের অভিযোগ আধিকারিকদের থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বেরাও এসে পরিদর্শন করে চলে গিয়েছেন। তবে এখন অবধি সেতু নির্মাণের ব্যবস্থা গ্ৰহণ করা হয়নি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে এই বিষয়ে কালচিনি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সাধো লোহার জানান, “শীঘ্রই সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। সেচ দফতরে যোগাযোগ করা হয়েছে।”
Annanya Dey