Alipurduar News: হাল ফিরবে জয়গাঁ বাস টার্মিনাসের? ৩ কোটি টাকার নতুন গল্প শোনা গেল চেয়ারম্যানের মুখে

Last Updated:

পাকা বাস টার্মিনাস হলেও অসমাপ্ত ভুরি ভুরি কাজ জয়গাঁ বাস টার্মিনাসে

+
জয়গাঁ

জয়গাঁ বাস টার্মিনাস

আলিপুরদুয়ার: কলকাতা, উত্তরপ্রদেশ, বিহার রাজ্যের বিভিন্ন এলাকায় চলে বাস। কিন্তু নেই আলো, নেই শৌচালয়, থাকার জায়গা নেই। বাধ্য হয়ে বাড়ি ভাড়া করে থাকেন জয়গাঁ বাস চালক ও কন্ডাকটররা। এমন পরিস্থিতি জয়গাঁ বাস টার্মিনাসের।
বেহাল পরিকাঠামো এমনটাতেই শেষ নয়, বিকেল গড়াতেই সমাজবিরোধীদের দখলে চলে যায় এলাকা বলে অভিযোগ। জয়গাঁ বাস স্ট্যান্ড অবস্থিত দারাগাঁও এলাকাতে এই বাস স্ট্যান্ড থেকে শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ফালাকাটা মিলিয়ে ৬০ টির ওপরে বাস চলে দিনভর। ভিন রাজ্যে যাওয়ার বাস চলে ১০ টির ওপরে। পাকা বাস টার্মিনাস, তবে  প্রবেশের মুখ ভাঙাচোরা। টার্মিনাসের দেওয়ালের সিমেন্টের চাঙ্গর খসে পড়ছে প্রতিনিয়ত। বাস স্ট্যান্ডের প্রবেশের মুখ এতটাই খারাপ যে অনেক যাত্রী বাস বাইরে আসার জন্য বাইরে অপেক্ষা করতে থাকেন। বাস বাইরে এলেই তারা বাসে চাপেন।
advertisement
advertisement
দিনের বেলায় যেমন তেমন, বিকেল হলে আর বাস স্ট্যান্ডমুখী হতে চায়না কোনও যাত্রী। অভিযোগ বিকেল গড়াতেই পরিবেশ অন্যধরণের হয়ে যায়। বিকেল গড়াতেই মাদকাসক্তদের মুক্তাঙ্গনে পরিণত হয় জয়গাঁ বাস স্ট্যান্ড। সকাল হতেই দেখা যায় এদিক, ওদিকে ছড়িয়ে রয়েছে নেশার সামগ্রী। জয়গাঁ বাস টার্মিনাসে নেই কোনও শৌচালয়। যার ফলে সমস্যায় পড়তে হয় যাত্রী থেকে শুরু করে বাস চালকদের। বড় বিষয় বাস স্ট্যান্ডে রাতে থাকার মত ঘরের অভাব চালকদের কাছে। যার জন্য তাঁদের বাধ্য হয়ে থাকতে হয় ভাড়া বাড়িতে। সন্ধ্যা হতেই লাইট না থাকার কারণে অন্ধকারে ডুবে যায় গোটা বাস স্ট্যান্ড।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে জে সি পন্ডিত নামের এক ব্যক্তি জানান “কোনও পরিষেবা নেই। পানীয় জলের ব্যবস্থাটুকু নেই। কমিটি কে চালায় সেটা আমরা জানিনা। শুনেছিলাম বাস টার্মিনাসে শপিং মল, থাকার জায়গা আরও নানা পরিষেবা মিলবে, কিন্তু কিছুই তো মেলে না।”
advertisement
জয়গাঁ বাস স্ট্যান্ড দেখার কমিটি কাদের নিয়ে গঠিত জানেননা কোনও বাস চালক, কনডক্টর। কারণ কমিটির কোনও সদস্য আসেননি কোনওদিন বাস স্ট্যান্ডের পরিস্থিতি দেখতে। ২০১৮ সালে পাকা বাস টার্মিনাস শুরু হয়। এখনও অনেক কাজ হয়নি। এই বাস স্ট্যান্ডের দায়িত্ব রয়েছে জয়গাঁ উন্নয়ন পর্ষদের অধীনে। এই বিষয়ে চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা জানিয়েছেন, “বাস স্ট্যান্ডের পরিস্থিতি নজরে রয়েছে। ৩ কোটি টাকা কাজের ডিপিআর হয়েছে।”
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: হাল ফিরবে জয়গাঁ বাস টার্মিনাসের? ৩ কোটি টাকার নতুন গল্প শোনা গেল চেয়ারম্যানের মুখে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement