আরও পড়ুন: প্রায় চল্লিশ হাজার ফুচকা! সরস্বতী পুজোর প্যান্ডেল সেজে উঠল জিভে জল আনা খাবার দিয়ে
জানা যায়, এই ভ্যালেন্টাইন্স ডে বা সরস্বতী পুজো উপলক্ষে ট্রেন্ডিং লাভ হেয়ার কাট। তরুণরা এ সময়ে লাভ হেয়ার কাট ট্রাই করছে। দিন দিন ছেলেদের চুলের কাটিং কম বেশি পরিবর্তন এসেছে। এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে চুলের স্টাইলের ট্রেন্ডটা অন্যান্য দিনের চেয়ে অনেকটা ভিন্ন। এদিন ছেলেরা নিজেদের অন্যভাবে সাজাতে বেছে নিচ্ছেন এই ধরনের লাভ হেয়ার স্টাইল।
advertisement
এক সেলুনের মালিক মিঠুন শীল জানান, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ছেলেরা বিভিন্ন ধরনের হেয়ার স্টাইল করছে। কেউ চুল লাল করছে কেউ আবার সাদা করছে। তবে এই সময় সব থেকে বেশি ট্রেন্ডিং লাভ হেয়ার কাট। বান্ধবীদের নিয়ে ঘুরতে যাওয়ার আগে তাই লাভ হেয়ারকাট বেছে নিচ্ছেন অল্প বয়সি যুবকরা। বর্তমানে যথেষ্ট জনপ্রিয় এই লাভ হেয়ার কাট। যারা মোটামুটি লম্বা চুল রাখতে পছন্দ করেন, তাঁরা উপরে এবং সামনে-পিছে চুল লম্বা রেখে নীচের দিকটায় ট্রিমার দিয়ে সাইজ ০-৩ পর্যন্ত ছোট করে নেন। এতে করে চুল গুছানো থাকে এবং চুলে নিজের ইচ্ছেমতো ফ্যাশন ধরানো যায়। তাই এই ভ্যালেন্টাইন্স ডে নিজেকে একটু অন্যরকম ভাবে সাজাতে চাইলে বেছে নিতে পারেন এই লাভ হেয়ার কাট।
পিয়া গুপ্তা