TRENDING:

Valentine's Day Hair Cut: ভ্যালেন্টাইন্স ডে স্পেশ্যাল হেয়ারকাট! কোন স্টাইলে মেতেছে ছেলেরা? দেখুন ভিডিও

Last Updated:

Valentine's Day Hair Cut: সেলুনের মালিক মিঠুন শীল জানান, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ছেলেরা বিভিন্ন ধরনের হেয়ার স্টাইল করছে। কেউ চুল লাল করছে কেউ আবার সাদা করছে। তবে এই সময় সব থেকে বেশি ট্রেন্ডিং লাভ হেয়ার কাট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: আজ একদিকে সরস্বতী পুজো, অন্যদিকে বাঙালির ভ্যালেন্টান্স ডে। তাই নিজেকে একটু অন্য রকম ভাবে সাজাতে সকাল থেকেই ভিড় সেলুনগুলিতে। বিকেল হতেই পারফেক্ট মেকআপ ও পারফেক্ট ড্রেস পরে বের হতে দেখা যাবে অনেক ছেলেদের। তাই এদিন মুখের সঙ্গে মানানসই চুলের কাট থাকাটা মাস্ট! আর বিকেলে নিজের প্রিয় মানুষটির কাছে যাওয়ার আগে একটু সুন্দরভাবে সাজিয়ে তুলতে সকাল থেকে হেয়ারকাট করার লম্বা লাইন সেলুনগুলিতে।
advertisement

আরও পড়ুন: প্রায় চল্লিশ হাজার ফুচকা! সরস্বতী পুজোর প্যান্ডেল সেজে উঠল জিভে জল আনা খাবার দিয়ে

জানা যায়, এই ভ্যালেন্টাইন্স ডে বা সরস্বতী পুজো উপলক্ষে ট্রেন্ডিং লাভ হেয়ার কাট। তরুণরা এ সময়ে লাভ হেয়ার কাট ট্রাই করছে। দিন দিন ছেলেদের চুলের কাটিং কম বেশি পরিবর্তন এসেছে। এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে চুলের স্টাইলের ট্রেন্ডটা অন্যান্য দিনের চেয়ে অনেকটা ভিন্ন। এদিন ছেলেরা নিজেদের অন্যভাবে সাজাতে বেছে নিচ্ছেন এই ধরনের লাভ হেয়ার স্টাইল।

advertisement

View More

এক সেলুনের মালিক মিঠুন শীল জানান, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ছেলেরা বিভিন্ন ধরনের হেয়ার স্টাইল করছে। কেউ চুল লাল করছে কেউ আবার সাদা করছে। তবে এই সময় সব থেকে বেশি ট্রেন্ডিং লাভ হেয়ার কাট। বান্ধবীদের নিয়ে ঘুরতে যাওয়ার আগে তাই লাভ হেয়ারকাট বেছে নিচ্ছেন অল্প বয়সি যুবকরা। বর্তমানে যথেষ্ট জনপ্রিয় এই লাভ হেয়ার কাট। যারা মোটামুটি লম্বা চুল রাখতে পছন্দ করেন, তাঁরা উপরে এবং সামনে-পিছে চুল লম্বা রেখে নীচের দিকটায় ট্রিমার দিয়ে সাইজ ০-৩ পর্যন্ত ছোট করে নেন। এতে করে চুল গুছানো থাকে এবং চুলে নিজের ইচ্ছেমতো ফ্যাশন ধরানো যায়। তাই এই ভ্যালেন্টাইন্স ডে নিজেকে একটু অন্যরকম ভাবে সাজাতে চাইলে বেছে নিতে পারেন এই লাভ হেয়ার কাট।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Valentine's Day Hair Cut: ভ্যালেন্টাইন্স ডে স্পেশ্যাল হেয়ারকাট! কোন স্টাইলে মেতেছে ছেলেরা? দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল