Saraswati Puja 2024: প্রায় চল্লিশ হাজার ফুচকা! সরস্বতী পুজোর প্যান্ডেল সেজে উঠল জিভে জল আনা খাবার দিয়ে

Last Updated:

Saraswati Puja 2024: ৩৫ থেকে ৪০ হাজার ফুচকা দিয়ে এই প্যান্ডেল সাজিয়ে তোলা হয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের ডাল, তিল, কালো জিরে এবং শাল পাতা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে দেবী প্রতিমা।

+
ফুচকা

ফুচকা দিয়ে প্যান্ডেল

কালনা: প্যান্ডেল শুরু হওয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত রয়েছে শুধুমাত্র ফুচকা। এ যেন সত্যিই এক অভিনব প্যান্ডেল। পলিথিনের মধ্যে ফুচকা ভরে সেগুলো দিয়ে সুন্দর ভাবে সাজিয়ে তোলা হয়েছে প্যান্ডেলটিকে। দেখলেই মনে হবে যেন ফুচকার জগতে প্রবেশ করেছেন। প্যান্ডেলের মধ্যে যে ঝাড়বাতি রয়েছে সেটাও তৈরি হয়েছে ফুচকা দিয়েই। কালনা সমাপ্তি সংঘের উদ্যোগে এই বছর এই ফুচকার প্যান্ডেল তৈরি হয়েছে। তবে এই প্যান্ডেল কোনও শিল্পী প্রস্তুত করেননি। প্যান্ডেল তৈরি করেছেন ক্লাবের সদস্যরাই।
প্রথমে ক্লাব সদস্যরা আলোচনা করেন এবং সিদ্ধান্ত নেন যে ফুচকার প্যান্ডেল তৈরি করবেন। তারপরই ক্লাব সদস্যরা প্রস্তুতি নিতে শুরু করেন। জানা যায় ক্লাবেরই এক সদস্যের বাড়িতে প্যান্ডেলে ব্যবহৃত সব ফুচকা ভাজা হয়েছে।
advertisement
advertisement
এই প্রসঙ্গে ক্লাবের সদস্য রানা বিশ্বাস বলেন, ”সকলকে আকর্ষিত করার জন্য এবং নতুন কিছু একটা করার জন্য এই ফুচকার প্যান্ডেল তৈরি করা হয়েছে। প্রতি বছর শহরবাসীর জন্য ক্লাবের তরফ থেকে নতুন চমক থাকে। এর আগেও এই ক্লাবে কাজু , সন্দেশ দিয়ে প্রতিমা তৈরি হয়েছিল।”
ক্লাব সদস্যদের কথায় ৩৫ থেকে ৪০ হাজার ফুচকা দিয়ে এই প্যান্ডেল সাজিয়ে তোলা হয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের ডাল, তিল, কালো জিরে এবং শাল পাতা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে দেবী প্রতিমা। ইতিমধ্যেই অনেকে ভিড় জমাচ্ছেন এই প্যান্ডেল দেখার জন্য। সেরকমই এক দর্শনার্থী এই প্যান্ডেল প্রসঙ্গে জানান, এই প্যান্ডেল দেখে তাঁর খুবই ভাল লেগেছে। তিনি ভাবতেই পারেননি যে ফুচকা খাওয়া হয় সেই ফুচকা দিয়েই এই প্যান্ডেল তৈরি হয়েছে। তিনি আরও বলেন এই প্যান্ডেল সকলেরই ভাল লাগবে। ক্লাব সদস্যদের তরফ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের মতো আগামী দিনেও শহরবাসীর জন্য নতুন চমক থাকবে ।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saraswati Puja 2024: প্রায় চল্লিশ হাজার ফুচকা! সরস্বতী পুজোর প্যান্ডেল সেজে উঠল জিভে জল আনা খাবার দিয়ে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement