স্থানীয়দের দাবি, ব্যাগটি কোনও পরিযায়ী শ্রমিকের হতে পারে। সম্ভবত গ্রামে ফেরার পথে ব্যাগটি পড়ে গিয়েছে তাঁর। তবে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশরে তরফে।
আরও পড়ুন: হেমতাবাদে 'এই' প্রাণীগুলি এল কীভাবে? চক্ষু চড়কগাছ সকলের, তদন্ত শুরু
প্রসঙ্গত, দিন কয়েক আগেই উত্তর দিনাজপুরের হেমতাবাদের বাহারাইলে পার্সেল বোমা বিস্ফোরণ ঘটেছিল। সেই ঘটনায় এখনও আতঙ্কে এলাকাবাসীরা। ইতিমধ্যেই ওই ঘটনায় তদন্তে নেমেছে সিআইডি। তদন্তে নেমে ১ জনকে আটকও করেছে পুলিশ। ধৃত ব্যক্তি পার্সেল রাখার সময় টোটোতে ছিলেন বলে জানা গিয়েছে। এরই মধ্যে যে টোটোতে করে ওই পার্সেল এসেছিল, সেই টোটোর চালকও আত্মসমর্পণ করেছেন।
advertisement
আরও পড়ুন: চিরচেনা কোপাই নদীতে ওটা কী ভাসছে! চমকে উঠে পুলিশ খবর দিলেন স্থানীয়রা
বাহারাইল থেকে বাংলাদেশের সীমান্ত খুব বেশি দূরে নয়। খুব বেশি হলে ৩ কিলোমিটার। স্বাভাবিক কারণেই ওই পার্সেল বিস্ফোরণের পর গোটা এলাকা আতঙ্কে মুড়ে রয়েছে। রাস্তাঘাটে বেরোতেও ভয় পাচ্ছেন স্থানীয় মানুষ। কোনও বাক্স বা ব্যাগ পরিত্যক্ত অবস্থায় দেখলেই দূরে সরে যাচ্ছেন সবাই। সকলেই বলছেন, অবিলম্বে পার্সেল বিস্ফোরণের ঘটনার সত্য সামনে আসুক। এই পরিস্থিতিতে হাতিয়া এলাকায় পরিত্যক্ত ব্যাগ দেখতে পাওয়া মাত্রই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, ব্যাগটির মধ্যে তেমন কিছুই পাওয়া যায়নি।