TRENDING:

Bomb Alert: সেতুর নিচে পরিত্যাক্ত বাক্স থেকে ছড়ালো বোমাতঙ্ক! তবে শেষে যা বের হল... পুলিশও অবাক!

Last Updated:

সেতুর নীচে পড়ে আছে ডিমের বাক্স। যা দেখে ছড়াল বোমাতঙ্ক। এল গাড়ি গাড়ি পুলিশ, বোম্ব স্কোয়াড। নিরাপদ দূরত্বে বাক্স নিয়ে গিয়ে, তা খুলতে যা বেরলো, জানলে আপনিও হবেন অবাক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: সেতুর নীচে পড়ে আছে ডিমের বাক্স। যা দেখে ছড়াল বোমাতঙ্ক। এল গাড়ি, পুলিশ, বোম্ব স্কোয়াড। নিরাপদ দূরত্বে বাক্স নিয়ে গিয়ে, তা খুলতে যা বেরলো, জানলে আপনিও হবেন অবাক!
বাক্স নিয়ে পুলিশ কর্মীরা 
বাক্স নিয়ে পুলিশ কর্মীরা 
advertisement

বাক্স খুলতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় পুলিশের।বাক্স খুলতে বেরিয়ে এলো শ’য়ে শ’য়ে বোতল। কিসের বোতল জানেন কী? উদ্ধার হল প্রচুর পরিমান নিষিদ্ধ কাফসিরাপ।ঘটনাটি এদিন বিকেলে ঘটেছে আলিপুরদুয়ার জেলার মেন্দাবাড়ি এলাকায়। এদিন এলাকার এক সেতুর নিচে দুটি বাক্স  দেখতে পান এলাকাবাসীরা। এলাকায় বোমাতঙ্ক লক্ষ্য করা যায়। খবর দেওয়া হয় কালচিনি থানায়।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

পুলিশ মেন্দাবাড়ি এলাকায় ৩১ নং জাতীয় সড়কে ভাণ্ডানি সেতুর নীচে অভিযান চালায়। ডাকা হয় বোম্ব স্কোয়াডের কর্মীদের। সেতুর ওপর জমে গিয়েছে মানুষের ভিড় ততক্ষণে। উৎসুক জনতার নজর বাক্স দুটির দিকে।দূরে নিয়ে যাওয়া হয় বাক্স দুটি। ডিটেক্টর দিয়ে তল্লাশি নিতে বোমের হদিশ মেলে না। এরপর পুলিশ সেই বাক্স খুলে দেখে শতাধিক নিষিদ্ধ কাফ সিরাপের বোতল।বাক্স গুলির ভেতর থেকে উদ্ধার হয় ৮২৫ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ।যার বাজার মূল্য ২ লক্ষ টাকা।

advertisement

আরও পড়ুনYograj Singh: ছেলেকে ইন্ডিয়া টিমের ‘১ নম্বর’ ক্রিকেটার বানিয়েছেন, এখন কমল হাসান-অক্ষয় কুমারের ‘ভিলেন’ হয়ে চমকাচ্ছেন দর্শক

কালচিনি থানার ওসি গৌরব হাঁসদা জানিয়েছেন, “পরিত্যাক্ত কিছু দেখলে বোমাতঙ্ক ছড়ানো স্বাভাবিক। তবে এই কাজ পাচারের উদ্দেশ্যে করা হচ্ছিল। জাতীয় সড়কের সামনে, এইভাবে আতঙ্ক ছড়িয়ে পাচার করতে সুবিধা হত পাচারকারীদের।”

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Annanya Dey

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bomb Alert: সেতুর নিচে পরিত্যাক্ত বাক্স থেকে ছড়ালো বোমাতঙ্ক! তবে শেষে যা বের হল... পুলিশও অবাক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল