স্থানীয় সূত্রে খবর, এদিন রাস্তা দিয়ে যাতায়াতের সময় স্থানীয়রা ধান ক্ষেতের মধ্যে কিছু পড়ে থাকতে দেখেন। কাছে এগিয়ে গেলে দেখতে পান সেটি আসলে এক ব্যক্তির মৃতদেহ। এভাবে মৃতদেহ উদ্ধারের ঘটনায় মুহূর্তে এলাকায় ভিড় জমে যায়। তারপর তুফানগঞ্জ থানার পুলিশের কাছে খবর পাঠানো হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। এদিকে উদ্ধার হওয়া ব্যক্তিটিকে তা জানা সম্ভব হয়নি।
advertisement
আরও পড়ুন: ঝোপ থেকে উঁকি মারছে ঝলসানো হাত, পোড়া খুলি! পুরুষ না মহিলা বোঝার উপায় নেই
পুলিশ সূত্রে খবর, প্রথমে উদ্ধার হওয়া দেহটি কার তা জানা না গেলেও পরে পরিচয় সম্বন্ধে নিশ্চিত হওয়া গিয়েছে। ছানা ব্যবসায়ী সুব্রত ঘোষের (৩২) দেহ ছিল। তাঁর বাড়ি নাজিরহাট গ্রাম পঞ্চায়েতের গাউচুল্ক কৃষ্ণনগর এলাকায়। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
সার্থক পণ্ডিত






