Murshidabad News: ঝোপ থেকে উঁকি মারছে ঝলসানো হাত, পোড়া খুলি! পুরুষ না মহিলা বোঝার উপায় নেই
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
যে জায়গায় ওই দেহাংশগুলো পড়েছিল তার আশেপাশের গাছের বিভিন্ন ডাল-পাতা আগুনে ঝলসে গিয়েছে
মুর্শিদাবাদ: শুক্রবার সাতসকালে রঘুনাথগঞ্জের পঞ্চবটি গ্রামের মাঠের পাশের ঝোপ থেকে উদ্ধার হল পুড়ে যাওয়া হাত, মাথার খুলি! অজ্ঞাত পরিচয় ব্যক্তির এই পোড়া হাত বা খুলি ওই এলাকায় কীভাবে এল তা বুঝতে পারছে না কেউ। এমনকি ওটি পুরুষ না মহিলার সেটাও বোঝা যাচ্ছে না। গোটা ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
উদ্ধার হওয়া দেহ সম্পূর্ণ অবস্থায় নেই। বরং তার নানান দেহাংশ ঝলসানো অবস্থায় মুর্শিদাবাদের ওই গ্রামের রাস্তার পাশের ঝোপ থেকে উদ্ধার হয়েছে। এদিন সকালে ঘটনাটি প্রথম গ্রামবাসীদের চোখে পড়ে। তাঁরা সঙ্গে সঙ্গে রঘুনাথগঞ্জ থানায় খবর দেন। দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দেহের পাশ থেকে একটি ইঞ্জেকশনের সিরিঞ্জ ও অ্যাসিডের বোতল উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দা প্রহ্লাদ ঘোষ জানান, বিকেলের পর সচরাচর কেউ এখানে আসে না। এদিন সকালে চাষের জমিতে যাওয়ার সময় গ্রামের কয়েকজনের নজরে পড়ে একজনের পোড়া মাথা, দেহের একাংশ পড়ে আছে।
advertisement
advertisement
যে জায়গায় ওই দেহাংশগুলো পড়েছিল তার আশেপাশের গাছের বিভিন্ন ডাল-পাতা আগুনে ঝলসে গিয়েছে। কেউ বা কারা খুন করে এখানে দেহ ফেলে রেখে আগুনে ধরিয়ে দিয়েছে বলে গ্রামবাসীদের আশঙ্কা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 17, 2023 2:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: ঝোপ থেকে উঁকি মারছে ঝলসানো হাত, পোড়া খুলি! পুরুষ না মহিলা বোঝার উপায় নেই

