পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অনুপ কুমার দাস (২৩)। পরিবার সূত্রে জানা যায়, বিগত চার মাস আগে বিয়ে হয় মৃত ব্যক্তি অনুপ দাসের। চলতি মাসের ২৫ তারিখে দিল্লি থেকে কাজ করে বাড়িতে ফেরে। সেদিন থেকেই অনুপের সন্ধান পাওয়া যাচ্ছিল না।
advertisement
এরপর পরিবারের পক্ষ থেকে হরিরামপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়। এদিন বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে একটি পাটের জমিতে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। বিষয়টি জানাজানি হতেই মৃতদেহটি উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে পুলিশ মর্গে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত নেমেছে হরিরামপুর থানার পুলিশ।
প্রসঙ্গত, পরিযায়ী শ্রমিকরা রাজ্যে গিয়ে সমস্যায় পড়ছেন। বাংলা বলায় বাংলাদেশি সন্দেহে নিগ্রহ করা হচ্ছে বিভিন্ন রাজ্যে। তাঁদের জন্য বিশেষ উদ্যোগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে কাজের ব্যবস্থা করে দেওয়ারও আশ্বাস দেন তিনি।
সুস্মিতা গোস্বামী






