West Bengal news: ট্রাফিক পুলিশের হোমগার্ডের সঙ্গে চার মাস আগেই হয়েছিল বিয়ে, বিয়ের পরেই স্বামীর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Ratnadeep Ray
Last Updated:
West Bengal news: মাত্র চার মাস আগেই হয়েছিল বিয়ে। তার মধ্যেই বদলে গেল সব কিছু! মধ্যমগ্রাম ট্রাফিক হোমগার্ড স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠল স্ত্রীকে খুনের। নীলগঞ্জ বেড়াবেড়িয়া এলাকার বছর ২০ নাসরিন সুলতানার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করেই তীব্র চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার বারাসতে। অভিযোগ, নাসরিনকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
উত্তর ২৪ পরগনা: মাত্র চার মাস আগেই হয়েছিল বিয়ে। তার মধ্যেই বদলে গেল সব কিছু! মধ্যমগ্রাম ট্রাফিক হোমগার্ড স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠল স্ত্রীকে খুনের। নীলগঞ্জ বেড়াবেড়িয়া এলাকার বছর ২০ নাসরিন সুলতানার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করেই তীব্র চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার বারাসতে। অভিযোগ, নাসরিনকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
মৃতার পরিবারের তরফে অভিযোগ দায়ের হয়েছে স্বামী নাজমুল হুদা এবং তাঁর পরিবারের বিরুদ্ধে। যদিও স্বামীর বাড়ির তরফে বলা হচ্ছে আত্মহত্যা করেছে নাসরিন। জানা গিয়েছে, বারাসতের টাকিখোলা এলাকার বাসিন্দা নাজমুল হুদা পেশায় অস্থায়ী হোমগার্ড, কর্মরত মধ্যমগ্রাম ট্রাফিক বিভাগে। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই নাসরিনের উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হত। তাঁকে ঠিকমতো খাওয়া-দাওয়াও দিত না শ্বশুরবাড়ির লোকেরা।
advertisement
advertisement
একাধিকবার তাঁকে মারধরের অভিযোগও উঠেছে। মৃতার পরিবারের আরও অভিযোগ, নাজমুলের সঙ্গে অন্য এক মহিলার সম্পর্ক ছিল। সেই নিয়েই প্রায় অশান্তি হতো স্বামী-স্ত্রীর মধ্যে। কিছুদিন আগেই নাসরিন অসুস্থ হয়ে পড়েন বলে দাবি করেছেন তাঁর পরিজনেরা। এদিন স্বামীর বাড়ি থেকে ফোন আসে নাসরিনের বাবার কাছে। জানানো হয়, তাঁর মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এরপরে বারাসত থানায় অভিযোগ দায়ের করেন নাসরিনের পরিবার। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামী নাজমুল হুদাকে আটক করেছে বারাসত থানার পুলিশ, চলছে জিজ্ঞাসাবাদ।
advertisement
এখনও পর্যন্ত শুধুমাত্র নাজমুলকেই আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে ক্ষোভ ও উত্তেজনা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নাসরিনের মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্তে বারাসত থানার পুলিশ।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 29, 2025 4:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: ট্রাফিক পুলিশের হোমগার্ডের সঙ্গে চার মাস আগেই হয়েছিল বিয়ে, বিয়ের পরেই স্বামীর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ










