উল্লেখ্য, উত্তর দিনাজপুরের করণদিঘির সাবধান গ্রামের বাসিন্দা সুনীতা রায় জন্ম থেকেই দৃষ্টিহীন। তবে জীবনে চলার পথে কখনোই হাল ছাড়েননি। সম্প্রতি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এই মেধাবী ছাত্রী। তাঁর বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ের দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। দৈনিক এতটা পথ অতিক্রম করে যাতায়াত করা দৃষ্টিহীন সুনীতার পক্ষে এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়ায়। অভিযোগ, হস্টেলে থাকতে চেয়ে আবেদন করলেও তাঁকে ঘর দেওয়া হয়নি। এমনকি নানাভাবে ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ তোলেন সুনীতা। এই নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সঞ্চারি রায় মুখার্জির দ্বারস্থ হন তিনি। এরপরই সমস্যা মেটাতে পদক্ষেপ করেন উপাচার্য।
advertisement
আরও পড়ুন: খালপাড়ে মহিলার গলাকাটা দেহের পাশে বসে কাঁদছে একরত্তি! ভয়ঙ্কর দৃশ্য বীরভূমে
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, উপাচার্যের হস্তক্ষেপে সুনীতা রায়ের হোস্টেল সমস্যা মিটে গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানিয়েছেন, সুনীতার সঙ্গে তাঁর পরিবারের কেউ থাকতে চাইলেও বিনামূল্যে সেই ব্যবস্থা করে দেওয়া হবে।
মৃন্ময় বসাক