TRENDING:

North Bengal flood situation: উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ বিজেপির রাজ্য সভাপতি শমীকের

Last Updated:

বিপর্যস্ত উত্তরবঙ্গ। বন্যাকবলিত উত্তরবঙ্গে মৃত্যু হয়েছে ২৩ জনের। আজই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পাশাপাশি এদিন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা এবং জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত রায় বন্যা বিধ্বস্ত স্থান পরিদর্শন করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিপর্যস্ত উত্তরবঙ্গ। বন্যাকবলিত উত্তরবঙ্গে মৃত্যু হয়েছে ২৩ জনের। আজই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পাশাপাশি এদিন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা এবং জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত রায় বন্যা বিধ্বস্ত স্থান পরিদর্শন করেন।
শমীক ভট্টাচার্যের বিস্ফোরক মন্তব্য, “এই সরকারের কাছ থেকে মানবিক মুখ আশা করা একেবারে মূর্খতা।” 
শমীক ভট্টাচার্যের বিস্ফোরক মন্তব্য, “এই সরকারের কাছ থেকে মানবিক মুখ আশা করা একেবারে মূর্খতা।” 
advertisement

শমীক ভট্টাচার্যের বিস্ফোরক মন্তব্য, “এই সরকারের কাছ থেকে মানবিক মুখ আশা করা একেবারে মূর্খতা।” ‘প্রতিহিংসা আর অযোগ্যতায় ভরা সরকার’ বলেও রাজ্য সরকারকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বিজেপি রাজ্য সভাপতির অভিযোগের মূল কেন্দ্রবিন্দুতে ছিল রাজ্যের প্রশাসন। তিনি বলেন, “প্রতিহিংসা আর অযোগ্যতায় ভরা এমন প্রশাসন কোনও রাজ্যে আগে দেখা যায়নি।” তাঁর দাবি, উত্তরবঙ্গের মানুষের চোখের জল মোছার কোনও সদিচ্ছা এই সরকারের নেই।

advertisement

আরও পড়ুন: কিছুক্ষণের মধ্যে প্রবল বৃষ্টি আসছে কলকাতার পাশের এক জেলায়, সঙ্গে ঝড়ের তাণ্ডবের সম্ভাবনা

শমীক ভট্টাচার্য আরও অভিযোগ করেন যে ভুটানের দিক থেকে মানুষ এসে ডুয়ার্সের জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে গিয়েছে এবং নদী থেকে বালি তুলেছে- এই সবটাই রাজ্যের ‘অদক্ষতার’ ফল। তাঁর মতে, রাজ্য সরকার পাহাড়ের প্রকৃতির ধ্বংস ডেকে এনেছে এবং এখন হাত গুটিয়ে বসে আছে। একই দিনে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল একদিকে যখন বিজেপি রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগছে, ঠিক তখনই বিপর্যস্ত উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল দুজনেই।

advertisement

আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনায় ২১,৮০৩ জনের মৃত্যু! কী ভাবে সবচেয়ে বেশি মানুষের প্রাণ যায়, জানলে ঘুম উড়ে যাবে

সেরা ভিডিও

আরও দেখুন
দক্ষিণাকালীর আর্বিভাব দিবসে দোহালিয়া কালীবাড়িতে বিশেষ আয়োজন! উপচে পড়ছে ভক্তদের ভিড়
আরও দেখুন

প্রসঙ্গত, রবিবারই দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে এই পরিস্থিতিকে ‘রাজ্য-স্তরের দুর্যোগ’ হিসেবে ঘোষণার আবেদন জানান, যাতে দ্রুত ও বিস্তৃত কেন্দ্রীয় সাহায্য পাওয়া যায়। সেই প্রসঙ্গে শমীক বলেন, “কেন্দ্র যা করার করছে। রাজ্য যদি সত্যিই মানুষকে সাহায্য করতে চায়, তাহলে কেন্দ্রের পাশে দাঁড়াক।” পাহাড়ের এই ভয়াবহ দুর্যোগের আবহে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের এই মুখোমুখি সফর রাজ্যের রাজনীতিতে নতুন উত্তাপ এনেছে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Bengal flood situation: উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ বিজেপির রাজ্য সভাপতি শমীকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল