আলিপুরদুয়ার জেলা শাসক আর বিমলা জানান, “আলিপুরদুয়ারে ফর্ম ছিল ১০ লক্ষ ৯৯ হাজার ৪৮৬। এই ফর্ম দেওয়া হয়েছিল প্রতিটি বিএলও-দের। এর মধ্যে ৯৫ হাজার ২৮৬ ফর্ম সংগ্রহ হয়নি।” যদিও তিনি জানিয়েছেন, বিভিন্ন কারণে ফর্ম সংগ্রহ হয়নি। এর মধ্যে কারও মৃত্যু হয়েছে। আবার কেউ অন্যত্র চলে গিয়েছে। খসড়া ভোটার তালিকায় ১০ লক্ষ ৪ হাজার ২০০ জনের নাম খসড়া তালিকায় বের হয়েছে।
advertisement
আরও পড়ুন: দার্জিলিংয়ে দুর্গাপুজোয় আলাদা মাত্রা এনে দিলেন ‘ওঁরা’! ‘আগে কখনও দেখেনি’ বলছেন সবাই
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গত ৪ নভেম্বর থেকে শুরু হয়েছিল এসআইআর-এর এনুমারেশন ফর্ম বিতরণ ও সংগ্রহের কাজ। আজ খসড়া তালিকা প্রকাশিত হল। অনলাইন এবং অফলাইন দেখা যাবে তালিকা। এরপর শুরু হবে নতুন ভোটারদের আবেদন গ্রহণের প্রক্রিয়া। অর্থাৎ, ২০২৬ সালের চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ৬ নম্বর ফর্ম পূরণ করে আবেদন জানাতে পারবেন নতুন ভোটাররা। আগামী ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে ফাইনাল ভোটার লিস্ট বলে জানিয়েছে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের আধিকারিকরা।






