TRENDING:

‘ও তো থামাতে গিয়েছিল...’! খগেনদের উপর হামলায় ধৃত একাধিক, কিন্তু পরিবারদের ‘অন‍্য’ দাবি

Last Updated:

নাগরাকাটায় বিজেপি নেতাদের উপর হামলার ঘটনায় ধৃত একাধিক তৃণমূল সমর্থক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: নাগরাকাটায় বিজেপি নেতাদের উপর হামলার ঘটনায় ধৃত একাধিক তৃণমূল সমর্থক। ধৃতদের সবাই খয়েরবাড়ির বাসিন্দা। জলপাইগুড়ির নাগরাকাটায় বিপর্যস্ত এলাকায় গিয়ে স্থানীয়দের হাতে আক্রান্ত হন বিজেপি নেতারা। এই ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে বেশ কয়েকজন তৃণমূল সমর্থক।
* সাংসদ-বিধায়কের ওপর হামলার ঘটনায় ধৃত একাধিক। তাদের যোগ নিয়ে কি বলছে পরিবারগুলো?
* সাংসদ-বিধায়কের ওপর হামলার ঘটনায় ধৃত একাধিক। তাদের যোগ নিয়ে কি বলছে পরিবারগুলো?
advertisement

প্রত্যেকেরই বাড়ি জলপাইগুড়ির খয়েরবাড়িতে। বিজেপির সাংসদ-বিধায়ককে মারধরের ঘটনায় ধৃত একরামুল হক তৃণমূল সমর্থক। তাঁর স্ত্রী তৃণমূলের পঞ্চায়েত সদস্য। একরামুলের পরিবারের দাবি, তাঁদের ছেলে মারধর করতে নয়, ঝামেলা থামাতে গিয়েছিল।

আইনুল হক, ধৃত একরামুলের বাবা বলছেন, ছেলে পিছনে ছিল। বারণ করছিল যেতে। ও তো পঞ্চায়েতের সদস্যের স্বামী। ও তো বাধা দেবেই। উল্টে পাথরের আঘাতে ওর চোট লেগে গিয়েছে। পুলিশ ওকেই ধরে নিয়ে গেল। ফিরদৌসি বেগম, ধৃত একরামুলের বৌদি বলেন, ও মারেনি। পাশে ছিল। অনেকে মেরেছে। পুলিশ তো অনেককে ধরছেও। একরামুলের বাড়ির কাছেই গোবিন্দ শর্মার বাড়ি। তাকেও গ্রেফতার করেছে পুলিশ। পরিবারের দাবি, গোবিন্দর মাথার ঠিক নেই।

advertisement

আরও পড়ুন: চিনের সমস্ত পণ‍্যে ১০০% ট‍্যারিফ ঘোষণা ট্রাম্পের! শি জিনপিংয়ের-এর সঙ্গে বৈঠক বাতিল, চিনের উপর এত ‘রাগ বাড়ল’ কেন মার্কিন প্রেসিডেন্টের

হরি শর্মা, ধৃত গোবিন্দ শর্মার দাদা বলছেন, পুলিশ ধরেছে। উঠিয়ে নিয়ে যাবে ভাবিনি। আমার ভাইয়ের দোষ কি? সেটাই আমরা জানিনা। বিরূপা শর্মা, ধৃত গোবিন্দ শর্মার আত্মীয় বলেন, নদীর চরে কাজের জন্য গিয়েছিল। মাথায় লেগেছে পাথর। মাথায় সমস্যা আছে। রাগে কী করেছে সে তো বলতে পারব না। খয়েরবাড়িতেই বাড়ি আরেক ধৃত শাহনুর আলমের। তাঁরও পরিবারের দাবি, সাংসদ-বিধায়ককে মারধরের সঙ্গে শাহনুরের নাকি কোনও সম্পর্ক নেই।

advertisement

আরও পড়ুন: আপনার মোবাইল নম্বরের শেষ সংখ‍্যা কত? এই সংখ‍্যাটি থাকলেই ‘জ‍্যাকপট’! হু হু করে বাড়বে ধনসম্পদ, তুঙ্গে বৃহস্পতি…ফোন নম্বরই বলে দেবে কপালের হাল

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ ফুটের কালী! পুজোয় মেগা আয়োজন, এখন থেকেই 'এই' মণ্ডপে উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়
আরও দেখুন

সইদুল হক, ধৃত শাহনুর আলমের বাবা বলছেন, ছেলে তৃণমূল করে। মারধর করেনি। দেখতে গিয়েছিল। আত্মীয়কে পৌঁছতে গিয়েছিল। সায়রা বানু, ধৃত শাহনুর আলমের মা বলেন, আত্মীয়কে আনতে গিয়েছে। মন্ত্রীকে দেখতে গিয়েছে। ক্যামেরায় দেখা গিয়েছে। পুলিশ বলছে মেরেছে। ধৃত তোফায়েল হোসেনের পরিবারের দাবি, তাঁদের ছেলেকে ফাঁসানো হয়েছে।  সালমা খাতুন, ধৃত তোফায়েল হোসেনের আত্মীয় বলেন, লোককে বাঁচাতে গিয়েছিল। ওদিকেই সবজির ব্যাবসা করে। দেখাতে পারবে না, গিয়েছিল। বাইরে থেকে লোক এসেছে। একে ফাঁসানো হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
‘ও তো থামাতে গিয়েছিল...’! খগেনদের উপর হামলায় ধৃত একাধিক, কিন্তু পরিবারদের ‘অন‍্য’ দাবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল