TRENDING:

ক্যানেলে ওটা কী ভাসছে? কাছে যেতেই চমকে উঠলেন সকলে! ভয়ঙ্কর বিপর্যয়ের বলি, অনুমান স্থানীয়দের

Last Updated:

Darjeeling News : মহানন্দার ক্যানেলে মৃতদেহ উদ্ধার। এদিন ফাঁসিদেওয়ার মহানন্দা ক্যানেলে ভেসে উঠে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ। ৪ অক্টোবরের বিপর্যয়ের বলি কিনা, খতিয়ে দেখা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফাঁসিদেওয়া, বিশ্বজিৎ মিশ্র : মহানন্দার ক্যানেলে মৃতদেহ উদ্ধার। এদিন শনিবার ফাঁসিদেওয়ার মহানন্দা ক্যানেলে ভেসে উঠে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ। ৪ অক্টোবর পাহাড়ে ভূমিধসে ঘটনার জেরে এই মৃত্যু কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।
ঘটনাস্থলে পুলিশ।
ঘটনাস্থলে পুলিশ।
advertisement

জানা গিয়েছে, শনিবার ফাঁসিদেওয়া থানার ঝমকলাল জোত পাওয়ার হাউসের মহানন্দা ক্যানেলের বাঁধে আটকে থাকতে দেখা যায় একটি দেহ। স্থানীয়রা তা দেখতে পেয়ে ফাঁসিদেওয়া থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন : কালীপুজোর আগে বড় ধাক্কা! আলোর উৎসবে আতসবাজির টানাটানি! চাহিদা মিটিয়ে পকেট ভরছে ‘ওঁদের’

advertisement

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা হরনারায়ণ রায় জানান, সাম্প্রতিক বন্যা এবং ভূমিধসের কারণে এই ব্যক্তির মৃত্যু হয়েছে কিনা পুলিশ তাঁর তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেহটি কয়েকদিন আগের হতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। অনুমান করা হচ্ছে, পাহাড়ি এলাকায় ভূমিধস বা জলের প্রবল স্রোতে ভেসে এসে দেহটি মহানন্দা ক্যানেলে এসে আটকে থাকতে পারে।

advertisement

আরও পড়ুন : কথায় বলে না ‘আশায় বাঁচে চাষা’! কিন্তু এবার সেটাও নেই, অভিমানে নবান্ন উৎসব বাতিল করল এই গ্রাম

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজো বাজারে এবার নতুন চাপ! ফুল কিনতে গিয়ে নাকানিচোবানি না খেতে হয়
আরও দেখুন

পুলিশ সূত্রে জানা যায়, দেহটি পচন ধরে গিয়েছে এবং আশেপাশের থানাগুলিতে নিখোঁজ ব্যক্তির কোনও তথ্য মেলানোর চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ পরিষ্কার হবে বলে জানা গিয়েছে ফাঁসিদেওয়া থানা সূত্রে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ক্যানেলে ওটা কী ভাসছে? কাছে যেতেই চমকে উঠলেন সকলে! ভয়ঙ্কর বিপর্যয়ের বলি, অনুমান স্থানীয়দের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল