TRENDING:

Baby Elephant : বয়স মাত্র ১৫ দিন, ভেসে গিয়েছিল জলের তোড়ে! সন্তানের দিকে মা পর্যন্ত আর ফিরে তাকাল না! নেপথ্যে কারণ জানলে চোখ ভিজে যাবে

Last Updated:

Baby Elephant Rescue : ১৫ দিন বয়সের হস্তি শাবকটিকে নিয়ে আসা হয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানে। মা হারা ওই হস্তিনিকে আনা হয়েছে জাতীয় উদ্যানের কেন্দ্রীয় পিলখানায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: ইন্দো নেপাল সীমান্তের মেচি নদী থেকে উদ্ধার। ১৫ দিন বয়সের হস্তি শাবকটিকে নিয়ে আসা হয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানে। মা হারা ওই হস্তিনিকে আনা হয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানের কেন্দ্রীয় পিলখানায়। বনাঞ্চলে ছাড়ার পরে হাতির পাল নেয় নি। ফিরিয়ে দিয়েছে মা। তাই অবশেষে ঠাঁই হল এখানে।
উদ্ধার হওয়া হস্তিশাবক।
উদ্ধার হওয়া হস্তিশাবক।
advertisement

জানা গিয়েছে ৫ অক্টোবর প্রবল বন্যায় কার্শিয়ং বন দফতরের অধিনে মেচি নদীতে ভেসে যায় হস্তি শাবকটি। তারাবাড়ি এলাকায় হস্তি শাবকটি দলছুট হয়ে যায়। পরে ভেসে মনিরাম এলাকায় ভেসে চলে আসে হস্তি শাবকটি। সেখানেই ভারত ও নেপালের বাসিন্দারা যৌথভাবে হস্তি শাবকটিকে উদ্ধার করে।

আরও পড়ুন : কালীপুজোর আগে বড় ধাক্কা! আলোর উৎসবে আতসবাজির টানাটানি! চাহিদা মিটিয়ে পকেট ভরছে ‘ওঁদের’

advertisement

পরে কার্শিয়ং ফরেস্টের পানিঘাট্টা রেঞ্জের কলাবাড়ি বিটে হস্তি শাবকটিকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ১৫ দিন বয়সের বাচ্চা হাতিকে আর ফিরিয়ে নেয়নি হাতির পাল। ফিরিয়ে নেয়নি মা হাতিও। পরে এদিক-ওদিক ঘুরতে থাকে মা হারা হাতির শাবকটি। শাবক হাতির শরীরে মানুষের ছোঁয়া লাগলে অনেক সময় হাতির পাল তাকে আর ফিরিয়ে নেয় না। সেই কারণেই তাকে হাতির পাল আর ফিরিয়ে নেয়নি বলে মত বন্যপ্রাণী বিশেষজ্ঞদের।

advertisement

আরও পড়ুন : কথায় বলে না ‘আশায় বাঁচে চাষা’! কিন্তু এবার সেটাও নেই, অভিমানে নবান্ন উৎসব বাতিল করল এই গ্রাম

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজো বাজারে এবার নতুন চাপ! ফুল কিনতে গিয়ে নাকানিচোবানি না খেতে হয়
আরও দেখুন

কিন্তু হাতির শাবকের নিরাপত্তার কথা বিবেচনা করে ফের হাতির শাবকটিকে উদ্ধার করে জলদাপাড়ার পিলখানায় পাঠালো বন দফতর। জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও পারভীন কাশোয়ান জানিয়েছেন, হাতির শাবকটি বিশেষজ্ঞদের তত্বাবধানে ভাল আছে জলদাপাড়ায়। তবে হস্তি শাবকের মা হারানোর এই ঘটনায় চোখে জল আসছে অনেকের।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Baby Elephant : বয়স মাত্র ১৫ দিন, ভেসে গিয়েছিল জলের তোড়ে! সন্তানের দিকে মা পর্যন্ত আর ফিরে তাকাল না! নেপথ্যে কারণ জানলে চোখ ভিজে যাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল