TRENDING:

High Alert : উত্তরবঙ্গে 'এই' জায়গায় আবার জারি করা হল হাই অ্যালার্ট! তবে এবার বৃষ্টি নয়, অন্যকিছুর আশঙ্কা। কী জেনে নিন

Last Updated:

High Alert : গরুমারার জঙ্গলে চোরা শিকারীদের হানাদারির আশঙ্কা। জঙ্গল ও সংলগ্ন এলাকা জুড়ে হাই অ্যালার্ট জারি করল বন দফতর। জোরকদমে চলছে উদ্ধারকাজও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, শান্তনু কর : গরুমারার জঙ্গলে চোরা শিকারীদের হানাদারির আশঙ্কা। জঙ্গল ও সংলগ্ন এলাকা জুড়ে হাই অ্যালার্ট জারি করল বন দফতর। গরুমারা জাতীয় উদ্যান এবং সংলগ্ন গ্রাম ও বন বস্তি এলাকায় মাইকিং করে প্রচার। একইসঙ্গে বন্যপ্রাণী ও বন্যপ্রাণীর দেহাংশ দেখলেই বন দফতরকে খবর দেওয়ার নির্দেশ দেওয়া হল মাইকিং করে।
বন কর্মীদের টহল
বন কর্মীদের টহল
advertisement

উল্লেখ্য, উত্তরবঙ্গে ভয়ঙ্কর বিপর্যয়ের পরে ইতিমধ্যেই গন্ডার, বাইসন, হরিণ সহ ৩০টিরও বেশি বন্যপ্রাণীর দেহ উদ্ধার করেছে বন দফতর। উদ্ধার প্রক্রিয়া এখনও চলছে। এছাড়াও প্রায় প্রচুর বন্যপ্রাণীকে উদ্ধারের পর সুস্থ করে জঙ্গলে ফিরিয়েছেন বন কর্মীরা। জঙ্গল সংলগ্ন লোকালয় থেকে উদ্ধার হচ্ছে একের পর এক সাপ। আর এই উদ্ধারকাজের পাশাপাশি আরও একটি বিষয় ভাবিয়ে তুলেছে বন দফতরের আধিকারিক ও কর্মীদের।

advertisement

আরও পড়ুন : পণের টানাপোড়েন! বাড়ি থেকে বেরিয়ে হঠাৎ গায়েব সোদপুরের বধূ! গুণধর স্বামী পালানোর পথ পেলেন না

বন দফতরের আশঙ্কা, এখনও অনেক বন্যপ্রাণীর দেহ আনাচে কানাচে পড়ে রয়েছে। সেগুলি যাতে অসাধু কারবারীদের হাতে না যায়, তার জন্য সতর্কতামূলক পদক্ষেপ করতেই এই ব্যবস্থা। ১৯৭২’র বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী, বেআইনি কারবার হলে পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুন : বয়স মাত্র ১৫ দিন, ভেসে গিয়েছিল জলের তোড়ে! সন্তানের দিকে মা পর্যন্ত আর ফিরে তাকাল না! নেপথ্যে কারণ জানলে চোখ ভিজে যাবে

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজো বাজারে এবার নতুন চাপ! ফুল কিনতে গিয়ে নাকানিচোবানি না খেতে হয়
আরও দেখুন

একইসঙ্গে বন্যপ্রাণী উদ্ধারের কাজও সমালতালে চালিয়ে যাওয়া হচ্ছে। সেইসঙ্গে বন্যার জল নামতেই কাজ আরও গতি পয়েছে। এবার জঙ্গলের ভেতর কত ক্ষয়ক্ষতি হয়েছে, তার হিসেব নিকেশ শুরু করছে বন দফতর। প্রসঙ্গত, দুদিনের টানা বৃষ্টিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে উত্তরবঙ্গ। ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। মানুষের প্রাণ যাওয়ার পাশাপাশি বহু বন্যপ্রাণীর প্রাণ গিয়েছে। তারপর সতর্ক হয়েছে বন দফতর।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
High Alert : উত্তরবঙ্গে 'এই' জায়গায় আবার জারি করা হল হাই অ্যালার্ট! তবে এবার বৃষ্টি নয়, অন্যকিছুর আশঙ্কা। কী জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল