সকাল বেলা থেকেই এলাকার বেশ কিছু মানুষেরা চাষের জমির মধ্যে বাইসন দেখতে পারেন। মুহূর্তে এলাকায় উৎসুক মানুষের ভিড় জমতে শুরু করে। খবর পাঠানো হয় ঘোকসডাঙা থানার পুলিশের কাছে। পুলিশ এসে উৎসুক জনতাকে এলাকা থেকে সরিয়ে দেয়। তবে বাইসনের তাণ্ডবের জেরে এখনও পর্যন্ত কোন হতাহতের কিংবা ক্ষতির খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন- হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের সময় খারাপ, এবার এল ‘এই’ বড় খবর
advertisement
স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, “এদিন সকালের দিকে এলাকার বেশ কিছু মানুষ স্থানীয় চাষের জমির মধ্যে একটি বাইসন ঘুরে বেড়াতে দেখেন। এলাকায় বাইসন দেখার খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমাতে শুরু করেন উৎসুক মানুষরা। তবে ঘোকসডাঙা থানার পুলিশের কাছে খবর পৌঁছলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে বেশ কিছুক্ষণ এলাকায় দাপাদাপি করার পর বাইসনটি আবারও নিজেই জঙ্গলের দিকে ফিরে যায়। তবে বাইনের ফলে কোন ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি গোটা এলাকায়।”
বন দফতর সূত্রে জানতে পারা গিয়েছে, “যেই এলাকায় বাইসনটি এসেছিল তার পাশেই রয়েছে রসমতি এলাকা। সেখানে প্রচুর বাইসন রয়েছে। মূলত মনে করা হচ্ছে সেখান থেকেই বাইসনটি এই এলাকায় প্রবেশ করেছিল। তবে বন দফতরের যাওয়ার আগেই বাইসনটি এলাকায় বেশ কিছুক্ষন দাপিয়ে বেড়ানোর পর পুনরায় জঙ্গলের দিকে ফেরত চলে গিয়েছে।
তবে এলাকার উৎসুক মানুষেরা ভিড় জমানোর ফলে ক্ষতির সম্ভাবনা ছিল। তবে বাইসনের ফলে গোটা এলাকায় কোন ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি এটাই একটি ভালো বিষয়।”
Sarthak Pandit