জানা গিয়েছে, প্রথমে ধূপগুড়ির গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েত এলাকায় দেখা মেলে বাইসনটির। গ্রামের রাস্তাঘাট, ধানজমি পেরিয়ে এটি ছুটে বেড়ায় এদিক-সেদিক। হঠাৎ এই বন্যপ্রাণী দেখে আতঙ্কে ছুটোছুটি শুরু করেন স্থানীয়রা। অনেকে ঘর থেকে বের হননি, কেউ কেউ মোবাইলে সেই দৃশ্য বন্দি করেন। এরপর বাইসনটি জলঢাকা নদী পেরিয়ে ঢুকে পড়ে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের দাসপাড়া এলাকায়। সেখানেও বেশ কিছুক্ষণ দাপিয়ে বেড়ায়।
advertisement
স্থানীয় বাসিন্দা রামচন্দ্র বর্মন বলেন, “এই প্রথম এমনটা দেখলাম। বাইসনটা এত বড়, ভয়েই আমরা ঘর থেকে বের হইনি। ছেলেমেয়েদের স্কুলেও যেতে দিইনি।” খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের কর্মীরা। তারা পরিস্থিতি সামাল দিয়ে বাইসনটিকে লোকালয় থেকে সরিয়ে দিতে তৎপর হয়ে ওঠেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সৌভাগ্যবশত, এই ঘটনায় বড়সড় কোন ক্ষয়ক্ষতি বা আহতের খবর নেই। স্থানীয় সূত্রে খবর, বাইসনটি এখন জলঢাকা নদীর চরে অবস্থান করছে এবং বন দফতর তার গতিবিধির ওপর নজর রাখছে।
সুরজিৎ দে






