TRENDING:

Jalpaiguri News: অসুরের মত চেহারা, জঙ্গল থেকে সোজা গাঁয়ে! বাইসনের চাওনি দেখেই ভয়ে তটস্থ গোটা এলাকা

Last Updated:

সাত সকালে লোকালয়ে বাইসনের তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে ধূপগুড়ি ও ময়নাগুড়িতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: সকাল হতেই ফের তাণ্ডব! চোখে পড়তেই স্থানীয়দের চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ! সাত সকালে লোকালয়ে বাইসনের তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে ধূপগুড়ি ও ময়নাগুড়িতে। ঠিক কি হয়েছিল? সাত সকালে যখন শহর-গ্রাম জেগে উঠছে দৈনন্দিন কাজে, তখনই ধূপগুড়ি ও ময়নাগুড়ি ব্লকের গ্রামাঞ্চলে দেখা গেল এক ভয়াবহ দৃশ্য—লোকালয়ে দাপিয়ে বেড়াচ্ছে একটি বিশাল বাইসন।
বাইসন
বাইসন
advertisement

জানা গিয়েছে, প্রথমে ধূপগুড়ির গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েত এলাকায় দেখা মেলে বাইসনটির। গ্রামের রাস্তাঘাট, ধানজমি পেরিয়ে এটি ছুটে বেড়ায় এদিক-সেদিক। হঠাৎ এই বন্যপ্রাণী দেখে আতঙ্কে ছুটোছুটি শুরু করেন স্থানীয়রা। অনেকে ঘর থেকে বের হননি, কেউ কেউ মোবাইলে সেই দৃশ্য বন্দি করেন। এরপর বাইসনটি জলঢাকা নদী পেরিয়ে ঢুকে পড়ে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের দাসপাড়া এলাকায়। সেখানেও বেশ কিছুক্ষণ দাপিয়ে বেড়ায়।

advertisement

আরও পড়ুন: আর লাগবে না রান্নার গ্যাস সিলিন্ডার! অত্যাধুনিক পরিষেবা চালু হতেই জলপাইগুড়িতে খতম রান্নার সব ঝুটঝামেলা

স্থানীয় বাসিন্দা রামচন্দ্র বর্মন বলেন, “এই প্রথম এমনটা দেখলাম। বাইসনটা এত বড়, ভয়েই আমরা ঘর থেকে বের হইনি। ছেলেমেয়েদের স্কুলেও যেতে দিইনি।” খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের কর্মীরা। তারা পরিস্থিতি সামাল দিয়ে বাইসনটিকে লোকালয় থেকে সরিয়ে দিতে তৎপর হয়ে ওঠেন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সৌভাগ্যবশত, এই ঘটনায় বড়সড় কোন ক্ষয়ক্ষতি বা আহতের খবর নেই। স্থানীয় সূত্রে খবর, বাইসনটি এখন জলঢাকা নদীর চরে অবস্থান করছে এবং বন দফতর তার গতিবিধির ওপর নজর রাখছে।

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

সুরজিৎ দে 

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: অসুরের মত চেহারা, জঙ্গল থেকে সোজা গাঁয়ে! বাইসনের চাওনি দেখেই ভয়ে তটস্থ গোটা এলাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল