মাথাভাঙার লোকালয়ে বাইসনের উৎপাত শুরু হয়েছে খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে চলে আসেন বনকর্মীরা। এদিকে স্থানীয় বাসিন্দাদের চিৎকার-চেঁচামেচিতে ঘাবড়ে গিয়ে বাইসনটি ভুট্টা ক্ষেতে আশ্রয় নেয়। তবে তার তাণ্ডবে কেউ হতাহত হয়নি। যদিও বিপুল পরিমাণ জমির ফসলের ক্ষতি হয়েছে। বন দফতরের কর্মীরা দীর্ঘক্ষণের চেষ্টায় বাইসনটিকে ধরতে না পারায় শেষে ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয়। তারপর বাইসনটিকে গাড়িতে করে নিয়ে যান বন দফতরের কর্মীরা।
advertisement
আরও পড়ুন: হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছিল, লরির ধাক্কায় দুই শ্রমিকের মৃত্যু
কোচবিহারের সহ-বন অধিকর্তা বিজনকুমার নাথ জানান, বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয়েছে। বাইসনটির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পরবর্তীতে তাকে সুস্থ করে পাতলাখাওয়া জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। সরকারি নিয়ম মেনে ক্ষতিগ্রস্থরা আবেদন করলে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও তিনি জানান।
সার্থক পণ্ডিত