TRENDING:

Bison Attack: তুমুল তাণ্ডব বাইসনের, শেষে ঘুম পাড়ানি গুলিতে কাবু

Last Updated:

Bison Attack: মাথাভাঙার লোকালয়ে বাইসনের উৎপাত শুরু হয়েছে খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে চলে আসেন বনকর্মীরা। এদিকে স্থানীয় বাসিন্দাদের চিৎকার-চেঁচামেচিতে ঘাবড়ে গিয়ে বাইসনটি ভুট্টা ক্ষেতে আশ্রয় নেয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: ফের লোকালয়ে হানা বাইসনের। তার তুমুল তাণ্ডবে তৈরি হল আতঙ্কের পরিবেশ। মাথাভাঙা-২ ব্লকে এদিন জঙ্গল থেকে বেরিয়ে ঢুকে পড়ে একটি বাইশন। চাষের জমিতে প্রথমে তাণ্ডব শুরু করে পূর্ণবয়স্ক বাইসনটি। আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা। খবর চাউর হতেই বাইসন দেখতে ভিড় করেন উৎসুক বাসিন্দারা। খবর দেওয়া হয় বন দফতরকে।
ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয়েছে বাইসনকে
ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয়েছে বাইসনকে
advertisement

মাথাভাঙার লোকালয়ে বাইসনের উৎপাত শুরু হয়েছে খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে চলে আসেন বনকর্মীরা। এদিকে স্থানীয় বাসিন্দাদের চিৎকার-চেঁচামেচিতে ঘাবড়ে গিয়ে বাইসনটি ভুট্টা ক্ষেতে আশ্রয় নেয়। তবে তার তাণ্ডবে কেউ হতাহত হয়নি। যদিও বিপুল পরিমাণ জমির ফসলের ক্ষতি হয়েছে। বন দফতরের কর্মীরা দীর্ঘক্ষণের চেষ্টায় বাইসনটিকে ধরতে না পারায় শেষে ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয়। তারপর বাইসনটিকে গাড়িতে করে নিয়ে যান বন দফতরের কর্মীরা।

advertisement

আরও পড়ুন: হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছিল, লরির ধাক্কায় দুই শ্রমিকের মৃত্যু

কোচবিহারের সহ-বন অধিকর্তা বিজনকুমার নাথ জানান, বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয়েছে। বাইসনটির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পরবর্তীতে তাকে সুস্থ করে পাতলাখাওয়া জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। সরকারি নিয়ম মেনে ক্ষতিগ্রস্থরা আবেদন করলে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও তিনি জানান।

advertisement

View More

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bison Attack: তুমুল তাণ্ডব বাইসনের, শেষে ঘুম পাড়ানি গুলিতে কাবু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল