TRENDING:

Alipurduar News: আলোকসজ্জায় এবারের থিম রাম ও রামমন্দির, বিগ বাজেটের ছট পুজোর আয়োজন কালচিনিতে

Last Updated:

ডুয়ার্সের বিগ বাজেটের ছটপুজোর আয়োজন করা হয় কালচিনি ব্লকজুড়ে।বাসরা নদীর ঘাটে সবচাইতে বড় ছট ঘাট তৈরির কাজ হয়েছে।এদিন সন্ধ‍্যায় হবে অস্তগামী সূর্যের পুজো।তারজন‍্য চলছে জোর প্রস্তুতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: ডুয়ার্সের বিগ বাজেটের ছটপুজোর আয়োজন করা হয় কালচিনি ব্লকজুড়ে।বাসরা নদীর ঘাটে সবচাইতে বড় ছট ঘাট তৈরির কাজ হয়েছে।এদিন সন্ধ‍্যায় হবে অস্তগামী সূর্যের পুজো। তারজন‍্য চলছে জোর প্রস্তুতি।
advertisement

ডুয়ার্সে অন‍্যতম বড় উৎসব ছট পুজো।আজ ও আগামীকাল ছট পুজো।অবাঙালিদের অন্যতম বড় উৎসব এই ছট পুজো। যা প্রতিবছরই ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে জাকজমকপূর্ণভাবে পালিত হয়।

ইতিমধ্যেই ডুয়ার্সের কালচিনি ব্লকে চলছে ছট পুজোর প্রস্তুতি।পুজোর ঘাট পরিদর্শন করেছেন পুলিশ কর্তারা।এই ঘাটে প্রায় ৫০ বছর ধরে পুজো করছেন ছটব্রতীরা।

ডুয়ার্সের অন্যতম বিগ বাজেটের ছট পুজোর আয়জন করা হয় কালচিনি ব্লকের এই বাসরা ঘাটে। পুর ঘাটকে আলোকসজ্জার মধ্য দিয়ে সাজিয়ে তোলা হয়।এবারে আলোকসজ্জায় থাকছে রাম ও রামমন্দির।

advertisement

View More

তবে এবছরও সবচেয়ে বড় সমস‍্যা সৃষ্টি করতে পারে বুনো হাতি।কারণ বাসরা নদীর ঘাটে মাঝেমধ‍্যেই দেখা যাচ্ছে হাতির দল৷

ছটপুজো কমিটির তরফে চঞ্চল দাস জানান, “এই ঘাটে প্রতিবছর ছট পুজোর আয়োজন করে থাকি আমরা।পুর ঘাটটি সাজান হয়।আগের থেকেই ব্রতীরা ঘাটে নিজেদের জায়গা স্থায়ী করে রাখেন।এবারে নদীর থেকে নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে ছট পুজোর মন্ডপ তৈরি করা হয়েছে।যাতে বন‍্যপ্রাণীদের থেকে ব্রতীদের সুরক্ষিত রাখা যায়।”

advertisement

ছটপুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়জন করা হয়। আর এই ছট পুজোকে সকল সম্প্রদায়ের মেল বন্ধনের একটি উৎসও বলা হয়।

ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে নানা ভাষাভাষীর মানুষ ছট পুজোয় সময় এই বাসরা ঘাটে উপস্থিত হন।তবে ছটপুজো কমিটির পক্ষ থেকে বনদফতরের কাছে টহলদারির আবেদন জানান হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: আলোকসজ্জায় এবারের থিম রাম ও রামমন্দির, বিগ বাজেটের ছট পুজোর আয়োজন কালচিনিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল