TRENDING:

দামি সাইকেল নেই, জেদ আর স্বপ্নই ভরসা! জাতীয় স্তরে সোনা জিতে বাজিমাত কালচিনির যুবকের

Last Updated:

Bicycle Race : জাতীয় স্তরের এক সাইকেল দৌড় প্রতিযোগিতায় সোনার পদক পেয়ে চা বাগান এলাকা কালচিনি ব্লকের নাম উজ্জ্বল করেছেন গোকুল রাই। সাইকেল তাঁর জীবনের অঙ্গ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালচিনি, অনন্যা দে: জাতীয় স্তরের এক সাইকেল দৌড় প্রতিযোগিতায় সোনার পদক পেয়ে চা বাগান এলাকা কালচিনি ব্লকের নাম উজ্জ্বল করেছেন গোকুল রাই নামের এক যুবক। সাইকেল তাঁর জীবনের অঙ্গ। যেখানে সাইকেল প্রতিযোগিতার কথা তিনি জানতে পারেন, সেখানেই ছুটে যান তিনি।
advertisement

গোকুল রাই কালচিনি ব্লকের পূর্ব সাতালি এলাকার বাসিন্দা। তাঁর বাবা এলাকার এক কৃষক। দামি সাইকেল কেনার সামর্থ নেই তাঁর। যে সাইকেল রয়েছে, তা মেরামত করিয়ে সাইকেল চালান তিনি। প্রতিযোগিতা ছাড়া বাড়িতে থাকলেও তিনি সাইকেল নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। জাতীয় স্তরের যে সাইকেল প্রতিযোগিতা গোকুলকে সোনার পদক এনে দিয়েছে, সেই প্রতিযোগিতায় তিনি সাইকেল চালিয়েছেন ৪০ হাজার ৭৫ কিলোমিটার।

advertisement

আরও পড়ুন : হরিহরপাড়ায় দুর্ঘটনা! মুহূর্তে ছিটকে পড়লেন বৃদ্ধ, তারপর যা ঘটল, জানলে শিউরে উঠবেন

এই জাতীয় স্তরের প্রতিযোগিতা আয়োজিত হয় ওড়িশায়। এর আগেও গোকুলের সাইকেল চালানোর প্রতিভা তাঁকে এনে দিয়েছে নানান সম্মান।পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় তাঁকে সম্মানিত করেছিলেন। গোকুল জানিয়েছেন, দশম শ্রেণী থেকে তিনি সাইকেল চালাতে ভালবাসেন। সাইকেল চালিয়ে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন স্থান ঘুরে বেরতেন তিনি।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এরপর সোশ্যাল মিডিয়াতে সাইকেল প্রতিযোগিতার কথা জেনে, যেখানেই প্রতিযোগিতা হয়েছে, সেখানেই ছুটে যেতে শুরু করেন তিনি। গোকুলের এই প্রতিভা দেখে অবাক হয়ে যান তাঁর এলাকার মানুষে। গোকুল রাই জানিয়েছেন, “সাইকেলিং শরীর চর্চার একটি অঙ্গ। অন্যান্য যানবাহনের চাইতে সাইকেল দূষণমুক্ত। প্রকৃতি সুস্থ থাকে। যুব সমাজ সাইকেলের প্রতি আকৃষ্ট হোক, আমিও চাই। সাইকেল চালাতে টাকা খরচ তো হয়না।”

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
দামি সাইকেল নেই, জেদ আর স্বপ্নই ভরসা! জাতীয় স্তরে সোনা জিতে বাজিমাত কালচিনির যুবকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল