TRENDING:

কাশ্মীরের সঙ্গে জোর টক্কর পড়শি ভুটানের! ডুয়ার্সের বাজার ছয়লাপ নতুন স্বাদের আপেলে

Last Updated:

রসালো ও টকমিষ্টি এই আপেলই এখন বাজারে ক্রেতাদের প্রথম পছন্দ। এই আপেলের স্বাদই আসল আকর্ষণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: বিদেশি আপেলেই জমজমাট বাজার! জলপাইগুড়ি সহ ডুয়ার্সের বিভিন্ন বাজারে দেদার বিকোচ্ছে ভিন দেশী আপেল। পড়শী দেশ ভুটানের আপেলের জয়জয়কার ডুয়ার্সের বাজারে। স্বাদে-দামে মাত করছে ক্রেতাদের। ডুয়ার্সের চালশা, মেটেলি, মালবাজারসহ বিভিন্ন হাটবাজারে এখন ভুটান থেকে আসা এক বিশেষ আপেল ঘিরে দেখা যাচ্ছে চড়া চাহিদা।
advertisement

নিউজিল্যান্ড বা কাশ্মীরের নামজাদা আপেল থাকা সত্ত্বেও, এ বছর নজর কেড়েছে ছোটখাটো গড়নের লাল টুকটুকে ভুটানি আপেল। দেখতে একটু ছোট, কিন্তু স্বাদে একেবারে অনন্য। রসালো ও টকমিষ্টি এই আপেলই এখন বাজারে ক্রেতাদের প্রথম পছন্দ। স্থানীয় বিক্রেতারা বলছেন, “এই আপেলের স্বাদই আসল আকর্ষণ। দামও হাতের নাগালে, তাই ক্রেতারা ঝুঁকছেন ভুটানি আপেলের দিকেই।”

advertisement

আরও পড়ুন : অনলাইন ধামাকা অফার, দেদার শপিং করছেন, ঠকছেন না তো? লুঠ হতে পারে ব্যাঙ্কের সব টাকা, সাবধান!

নিয়মিত আপেল কিনতে আসা এক ক্রেতার কথায়, “একদিন নিয়ে গিয়েছিলাম বাড়িতে। সবার এত পছন্দ হয় যে পরের দিনই আবার কিনতে এলাম। কাশ্মীরি আপেলের চেয়ে কম দাম, কিন্তু স্বাদে কোনও তফাত নেই—বরং অনেকে বলছেন, এর স্বাদ আরও ভাল।” ডুয়ার্সের ফল বাজারে বরাবরই বিদেশি ফলের কদর থাকলেও, এমন স্বাদ ও দামে ভুটানি আপেল অনেকটা জায়গা করে নিচ্ছে সাধারণ মানুষের মধ্যে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

বিক্রেতারা জানাচ্ছেন, প্রতিদিন বেড়েই চলেছে এই ভুটানি আপেলের চাহিদা। এই আপেল শুধু একটি ফল নয়—এ যেন প্রতিবেশী দেশের সঙ্গে বাজারের এক সুস্বাদু সংযোগমাধ্যম সম। সীমান্ত পেরিয়ে আসা এই লাল রঙের আপেল এখন ডুয়ার্সবাসীর প্লেটে এনে দিচ্ছে তাজা মিষ্টি স্বাদের আনন্দ! যে স্বাদ লুটেপুটে উপভোগ করতে বিন্দুমাত্র সুযোগ ছাড়ছেন না কেউ।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
কাশ্মীরের সঙ্গে জোর টক্কর পড়শি ভুটানের! ডুয়ার্সের বাজার ছয়লাপ নতুন স্বাদের আপেলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল