আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের ভাটপাড়া চা বাগানের আছাপাড়া এলাকায় ঝোরার ওপর সেতু নির্মাণ দাবিতে সরব হয়েছে এলাকার বাসিন্দারা। ইতিমধ্যে এলাকার বাসিন্দারা কালচিনি বিডিও অফিসে জমায়েত বিডিও কাছে অভিযোগ জানিয়েছে। জানা যায়, এই ঝোরাতে ডুবে মৃত্যু হয় জমির লোহার নামের এলাকার এক বাসিন্দার।
আরও পড়ুন: ফের বন্ধ হয়ে গেল ডুয়ার্সে আরও একটি চা বাগান! কাজ হারালেন ৬৩৬ জন চা শ্রমিক
advertisement
সম্প্রতি বৃষ্টি হওয়ায় ঝোরায় জল বৃদ্ধি পায়। ওই সময় এলাকার বাসিন্দা জমির লোহার ঝোরা পারাপার করছিলেন। জলের স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায় অনেকদূর। এরপর এলাকার বাসিন্দারা তাকে উদ্ধার করে আলিপুরদুয়ার হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তার মৃত্যু হয়। এলাকাবাসীদের কথায় এর আগেও এই ঝোরাতে অনেক দুর্ঘটনা ঘটেছে। এলাকার বাসিন্দারা সকলে কালচিনি বিডিও অফিসে জমায়েত হয়ে ঝোরার উপর সেতু নির্মাণ দাবিতে সরব হয়েছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও এই বিষয়ে কালচিনি বিডিও জানান মিঠুন মজুমদার জানান, “বিষয়টি জেলায় জানিয়েছি এবং সেতু পরিকল্পনা করে জেলায় পাঠানো হচ্ছে।”
Annanya Dey