TRENDING:

Travel: গাছ গাছালিতে ঘেরা শান্ত-শীতল পরিবেশে, বৌদ্ধ মঠ, শিলিগুড়ি শহর থেকে অদূরেই এই জায়গা কেন এত প্রিয় পর্যটকদের?

Last Updated:

জঙ্গল ঘেরা বেঙ্গল সাফারি ঠিক পেছন দিকটাতে এমন সুন্দর একটি বৌদ্ধমঠ পৌঁছলেই মন ভাল হয়ে যাবে সকলের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি:  শহরের একটু বাইরে শালুগারার তড়িবাড়িতে অবস্থিত এই বৌদ্ধ মঠ এখন হয়ে উঠছে শিলিগুড়ির অন্যতম আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট । ভালবাসার সঙ্গীকে নিয়ে, কিংবা পরিবারের সকলকে নিয়ে ‘উইকেন্ডে’ ঘুরে আসতেই পারেন এই বুদ্ধ মন্দিরে। শহরের পাশেই পাহাড় ঘেঁষা নদীর পাশে একবারে নিরিবিলি শান্ত পরিবেশে এলেই মন ভাল হয়ে যাবে সকলের। পুজোর ছুটিতে অবশ‍্যই ঘুরে যেতে পারেন এই জায়গায়।
advertisement

শহর লাগোয়া এই ইওয়াম মঠ এখন পর্যটকদের প্রিয় জায়গা হয়ে উঠেছে। শহরের কোলাহলপূর্ণ জীবনের ভিড় থেকে বিচ্ছিন্ন,ইওয়াম মঠ শিলিগুড়ির মূল কেন্দ্রস্থল থেকে ১১ কিলোমিটার দূরে অবস্থান করছে।

আরও পড়ুন: কী সার্চ করছেন গুগলে? এইসব জিনিস নয় তো? খুব সাবধান! হতে পারে জেলও

জঙ্গল ঘেরা বেঙ্গল সাফারির ঠিক পেছন দিকটাতে এমন সুন্দর একটি বৌদ্ধমঠ পৌঁছলেই মন ভাল হয়ে যাবে সকলের। কারণ ওই জায়গার শীতল পরিবেশ এবং স্নিগ্ধতা। এই ইওয়াম তিব্বতি বৌদ্ধধর্মের নাইংমা স্কুল প্রচার করে যা চারটি উল্লেখযোগ্য ঐতিহ্যবাহী বিদ্যালয়ের মধ্যে প্রাচীনতম বলে বিবেচিত হয়। মঠটি বৌদ্ধদের কাছে পবিত্র বলে মনে করা হয়।

advertisement

মঠটি প্রাচীন বৌদ্ধ স্থাপত্যশৈলীকে চিত্রিত করে। সাততলা মঠটিতে অত্যাশ্চর্য শিল্পকর্ম এবং জটিল খোদাই রয়েছে। জমকালো কিলখোর অঙ্কন দেয়াল এবং পুরো ছাদ জুড়ে যে শিল্পকলা রয়েছে তা দেখলে সত্যিই আপনি অবাক হয়ে যাবেন।

আরও পড়ুন: ঝাঁ ঝাঁ করে কমে যাবে বিদ‍্যুতের বিল! এসির রিমোটেই লুকানো রয়েছে বড় সমাধান, ঠান্ডাও থাকবে, টাকাও বাঁচবে

advertisement

আলিপুরদুয়ার থেকে ঘুরতে আসা অভীক দাস বলেন, ” আমি প্রথমবার এই জায়গাটাতে ঘুরতে এলাম। এত বড় বৌদ্ধ মঠ আমার দেখা প্রথম। জায়গাটাতে একটা অদ্ভুত শান্তি রয়েছে। একবার এখানে এলে সহজে ফিরে যেতে ইচ্ছে করবে না।’’

অন্য দিকে রামকেশ চৌধুরী বলে এক পর্যটক জানিয়েছেন, ” অত্যন্ত শান্তিপ্রিয় জায়গা এটি। আর আবহাওয়া খুব সুন্দর । আমি আমার গোটা পরিবারকে নিয়ে এসেছি। সবাই মিলে এই জায়গাটি ঘুরে দারুন উপভোগ করলাম।’’ শহর থেকে একেবারে কাছে এই জায়গাটি। টোটোতে চেপে এখানে খুব সহজেই চলে আসা যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

অনির্বাণ রায়

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Travel: গাছ গাছালিতে ঘেরা শান্ত-শীতল পরিবেশে, বৌদ্ধ মঠ, শিলিগুড়ি শহর থেকে অদূরেই এই জায়গা কেন এত প্রিয় পর্যটকদের?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল