Electricity bill saving: ঝাঁ ঝাঁ করে কমে যাবে বিদ্যুতের বিল! এসির রিমোটেই লুকানো রয়েছে বড় সমাধান, ঠান্ডাও থাকবে, টাকাও বাঁচবে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
How to reduce Electricity bill: গরমের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের বিল। কিন্তু অনেকেই জানেন না, এসির রিমোটেই থাকে এমন এক লুকানো উপায় যার সাহায্যে বিদ্যুতের বিল অনেকাংশে কমানো যায়।
গ্রীষ্ম বিদায় নিয়ে বর্ষা পেরিয়ে এসে গিয়েছে শরত্। তবে ভাদ্রের প্রায় শেষ লগ্ন চলে এলেও গরম ভ্যাপসা গরমে এখনও জেরবার বঙ্গবাসী।
advertisement
শরতেও মাঝেমধ্যেই দেখা যাচ্ছে বৃষ্টির দাপট। ফলে বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশি। ফলে ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি। তাই সারাদিন চলছে ফ্যান, এসি।
advertisement
সেইসঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের বিল। কিন্তু অনেকেই জানেন না, এসির রিমোটেই থাকে এমন এক লুকানো উপায় যার সাহায্যে বিদ্যুতের বিল অনেকাংশে কমানো যায়।
advertisement
বিদ্যুতের খরচ কমানোর রয়েছে বেশ কয়েকটি সহজ উপায়। এই কয়েকটি সহজ হ্যাক মানলেই বাঁচবে প্রচুর টাকা।
advertisement
বিদ্যুতের বিল বাঁচানোর জন্য এসির রিমোটে টাইমার সেট করুন। রাতে এসি চালিয়ে ঘুমোতে যান অনেকেই। কিন্তু তারপর এসি বন্ধ করতে ভুলে যান।
advertisement
এই ভুল এড়ানোর জন্য এসির রিমোটে গিয়ে টাইমার সেট করুন। কিছুক্ষণেই ঘর ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনা থেকেই বন্ধ হয়ে যাবে এসি।
advertisement
গবেষণায় দেখা গিয়েছে যে এসির তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি করলে বিদ্যুৎ খরচ প্রায় ৬% কমে যায়। আপনি যদি AC-কে ২৪°C তাপমাত্রায় রাখেন, তাহলে ২০°C তাপমাত্রায় রাখার তুলনায় বিদ্যুতের খরচ ২৪% কমে যেতে পারে।
advertisement
ভালভালে ঘর ঠান্ডা করার জন্য এসি চালিয়ে ভাল করে বন্ধ করে দিন ঘরের সব জানলা দরজা। ঠান্ডা বাতাস যাতে বাইরে না সেটার দিকে খেয়াল রাখা জরুরি। জানালায় পর্দা বা ব্লাইন্ড রাখুন যাতে সূর্যের আলো না আসে এবং ঘর গরম না হয়। এতে এসির খরচ কমবে।
advertisement
নিয়মিত এসি পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণ প্রয়োজন। এটি আরও ভাল কাজ করবে। ফিল্টারটি পরিষ্কার করুন বা প্রতিস্থাপন করে দিন। এটি বায়ু প্রবাহ বৃদ্ধি করবে এবং সেইসঙ্গে ঘরও ঠান্ডা হবে।
advertisement