কোচবিহারের দীর্ঘ সময়ের অভিজ্ঞ দর্জি পবিত্রকুমার পাল বলেন, “দীর্ঘ ৩৫ বছরের বেশি সময় ধরে তিনি এই দর্জির কাজ করছেন। একটা সময় ছিল যখন কাজের অভাব ছিল না। সারাদিনে সময় পেতেন না কাজ করার মাঝে। তবে এখন আর সেই দিন নেই। এখন রেডিমেড জামাকাপড় বাজারে এত বেশি পরিমাণে চলে। যে মানুষ আর খুব একটা দর্জিদের দিকে তাকানোর সময় পান না।”
advertisement
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত…! ৫ রাজ্য কাঁপাবে ভারী বৃষ্টি! দুর্যোগ বাংলায়?
আরও পড়ুন: বড় খবর! লাখ-লাখ যাত্রীর জন্য বিরাট সুখবর দিল রেল, না জানলেই পস্তাবেন!
কোচবিহারের দীর্ঘ সময়ের আরও এক অভিজ্ঞ দর্জি ছোটন রহমান জানান, একটা সময় তাঁদের প্রয়োজন হত অনুষ্ঠানের সময় এলেই। তবে এখন আর প্রয়োজন পড়ে না। সময়ের সঙ্গে পরির্বতন কে মেনে নিয়েছেন এই শিল্পীরা। তাইতো আজও বহু দক্ষ দর্জিরা পুজোর কিংবা অন্য অনুষ্ঠানের দিনগুলির আশায় দোকান আগলে বসে থাকেন।