আরও পড়ুন: বিয়ের ছাদনা তলায় সরস্বতী পুজো! পাত পেড়ে চেটেপুটে খেল সবাই
চলতি বছর বালুরঘাট বইমেলায় তাৎক্ষণিক লেখার প্রতিযোগিতা ও আলোচনা সভা হয়েছিল। যেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক পড়ুয়া অংশ নিয়েছিলেন। সেই কর্মসূচি সফল হওয়ার পরই লেখক তৈরির কর্মশালার পরিকল্পনা করে জেলা প্রশাসন। মূলত দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণার উদ্যোগে এদিনের কর্মশালা আয়োজিত হয়।
advertisement
এখানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দ্বিভাষিক সাহিত্যিক ও উত্তরবঙ্গের প্রথম ইংরেজি ঔপন্যাসিক সানি মিশ্র। এছাড়াও, এই দিনের অনুষ্ঠানে জেলা গ্রন্থাগার আধিকারিক তনুময় সরকার, স্থানীয় গ্রন্থাগার কমিটির আহ্বায়ক বিপ্লব খাঁ সহ বিভিন্ন কলেজের অধ্যাপকরা উপস্থিত ছিলেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
জেলা গ্রন্থাগারিক তনুময় সরকার বলেন, জেলাশাসকের উৎসাহে এই কর্মশালা আয়োজন করা সম্ভব হয়েছে। আমরা চাইছি জেলা থেকে নতুন লেখক তৈরি হোক। যারা আগামী দিনে লেখক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। পাশাপাশি, পত্রিকা ‘রংদার রোববার’ বিভাগে প্রকাশিত গল্প, কবিতা, উপন্যাস প্রভৃতি লেখা পড়ার আহ্বান জানান তাঁরা। এদিনের কর্মশালার মাধ্যমে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা উপকৃত হয়েছেন বলে জানান। অংশগ্রহণকারী পড়ুয়াদের উৎসাহ বৃদ্ধির উদ্দেশ্যে প্রশাসনের তরফে শংসাপত্র প্রদান করা হয়েছে।
সুস্মিতা গোস্বামী