আরও পড়ুন: শিশুদের জন্য পার্ক, তারাই আসতে ভয় পাচ্ছে!
এই বাড়ির ক্ষুদে সদস্য রাজকুমারের বইপত্রও আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। আগুনের ভয়াবহতায় পুড়েছে জীবিকা নির্বাহের হাওয়াই মিঠাই তৈরির মেশিন ও সাইকেল। নিজের ও পরিবারের ভবিষ্যতের চিন্তায় রীতিমত অস্থির পরিবারের কর্তা নিত্যানন্দ বর্মন। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে এই হওয়াই মিঠাই তৈরি করে বিক্রি করেই সংসার চালান। এবার আগুনে তাঁর বাড়ি, হওয়াই মিঠাই মেশিন, সমস্ত নথি সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। স্কুলের অবসরে সাইকেলে হাওয়াই মিঠাই ফেরি করে বেড়ায় তাঁর ছেলে রাজকুমার। সাইকেলে লাগানো ব্লুটুথ সাউন্ড বক্স বাজিয়ে চলে তার ফেরির কাজ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই আগুনে ভষ্মীভূত হয়ে গেছে সেই সাইকেল সহ হাওয়াই মিঠাই বানানোর মেশিন ও ব্লুটুথ সাউন্ড বক্স। তাই পাঁচ সদস্যের পরিবারের আর্থিক যোগান এখন অনিশ্চিত। তার উপরে আবার মাথা গোঁজার মতন ঠাঁইটুকুও নেই। সব মিলিয়ে চিন্তায় রয়েছে গোটা পরিবার। তবে কিছুটা সাহায্য করেছেন প্রতিবেশীরা।
সার্থক পণ্ডিত