আরও পড়ুন: যেন বালিহাঁসের মেলা বসেছে! কেমন করে খেলছে দেখুন ভিডিও’তে
মূলত জেলার কুটির শিল্পকে তুলে ধরা হবে এই মেলার মাধ্যমে। এখানে এলে দেখতে পাবেন পুরুলিয়া না গিয়েও ছৌ মুখোশ, আবার বাঁকুড়ার টেরাকোটাও মিলবে এখানে। এছাড়াও হাতের তৈরি জিনিসপত্র দিয়ে বাড়ি সাজাতে যাঁরা ভালবাসেন তাঁদের কাছে এই হস্তশিল্পের মেলা কিছুটা স্বর্গোদ্যানের মত। হরেক রকমের জিনিস থাকছে মেলায়। এই মেলাতে আরও রয়েছে বেত, কাঠের আসবাবপত্র থেকে ধনিয়াখালি, বালুচরি শাড়ির সম্ভারও। ছোট-বড় মিলিয়ে কয়েকশো স্টল রয়েছে হস্তশিল্পের মেলায়। ভোজনরসিক বাঙালিদের জন্য খাওয়া-দাওয়ার সুবিধাও রয়েছে এখানে। এই মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল। উপস্থিত ছিলেন মহকুমাশাসক কিংশুক মাইতি সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই রোজগার মেলায় বেশ কিছু স্টল বসিয়েছেন স্বনির্ভর দলের মহিলারাও। যেখানে তাঁরা হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্র বিক্রির করছেন।
পিয়া গুপ্তা