Bengali Video: যেন বালিহাঁসের মেলা বসেছে! কেমন করে খেলছে দেখুন ভিডিও'তে
- Reported by:SUROJIT DEY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
প্রতি বছরই উত্তরবঙ্গে দেশ-বিদেশের প্রচুর পরিযায়ী পাখির আসে। মূলত সাইবেরিয়া, ইজরায়েল, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ থেকে পরিযায়ী পাখিরা এখানে এসে ভিড় করে
জলপাইগুড়ি: বসন্তকালে করলা নদীতে যেন বালিহাঁসের মেলা বসেছে। সকাল-বিকেল নানা ভঙ্গিতে নদীর মধ্যে খেলা করছে ক্ষুদে বালিহাঁস। কিন্তু এমন মনমাতানো দৃশ্যের মধ্যে আঘাত হানছে বালি মাফিয়াদের দৌরাত্ম্য। যার জেরে বিপদের মুখে পড়তে হচ্ছে বালিহাঁস সহ অন্যান্য পাখিদেরও।
প্রতি বছরই উত্তরবঙ্গে দেশ-বিদেশের প্রচুর পরিযায়ী পাখির আসে। মূলত সাইবেরিয়া, ইজরায়েল, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ থেকে পরিযায়ী পাখিরা এখানে এসে ভিড় করে। বেশ কয়েক মাস উত্তরবঙ্গের থেকে আবার নিজেদের দেশে ফিরে যায়। এই পাখিদের দেখতে পাখিপ্রেমীরা বরাবরই উত্তরবঙ্গে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে ছুটে আসেন। তাই বসন্ত আসতেই আবারও উত্তরবঙ্গে আনাগোনা শুরু করেছে দেশি-বিদেশি পরিযায়ী পাখিরা। করলা– তিস্তা নদীতে গেলেই পাখিদের আনাগোনা, জলে সাঁতার কাটা, কিচিরমিচির শব্দ সহ মনমাতানো দৃশ্য চোখে পড়ছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
কিন্তু বালি মাফিয়াদের দাপটে এখন সমস্যার সম্মুখীন পরিযায়ী পাখিরা। অবাধে তিস্তা ও করলা নদীর মুখ থেকে বেআইনিভাবে মাটি ও বালি তোলায় পাখিরা নিজেদের মত করে সেখানে থাকতে পারছে না। নদীর বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। এই কারণে বহু পাখি নিরাপদ জায়গায় আশ্রয়ের খোঁজে শহরের পার্শ্ববর্তী ডোবাগুলিতে ভীড় করছে। তারই মধ্যে বসন্তের ফাগুন হাওয়ায় করলার দু’ধারে পাখিদের জমায়েত এবং বালি হাঁসের বিভিন্ন ভঙ্গির দৃশ্য মুগ্ধ করে তুলছে শহরবাসীকে।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 04, 2024 4:51 PM IST







