আরও পড়ুন: জলের প্রবাহে বাধায় শুকনো খাল, অসুবিধায় চাষিরা
বিঘ্নিত হয়ে যাওয়া পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে প্রায় ৪ লক্ষের উপরে গাছ বিতরণ করেছেন এই গাছ প্রেমিক তথা পরিবেশপ্রেমী দীনেশবাবু। যে কোনও অনুষ্ঠান হোক কিংবা যে কোনও ফাঁকা জায়গা, চোখে পড়লেই তাঁর গাছ লাগানোর ইচ্ছে জেগে ওঠে। জলপাইগুড়ির ময়নাগুড়ি রোড সংলগ্ন এলাকার বাসিন্দা দীনেশবাবুর বাড়িতে যদি কেউ আসেন, সেই অতিথিকে উপহার হিসেবে তুলে দেন একটি গাছ। জলপাইগুড়ি শহরের সকলের কাছে তিনি ‘গাছম্যান’ নামেই পরিচিত।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
যে কোনও সরকারি অনুষ্ঠান হোক কিংবা অন্যান্য অনুষ্ঠান, গাছের দরকার হলেই খোঁজ পড়ে দীনেশবাবুর। এই কাজের জন্য তিনি দেশ-বিদেশে বেশ কিছু সম্মাননাও পায়েছেন। উল্লেখ্য, বনাঞ্চলের যে সংখ্যক গাছ গাছালি রয়েছে তা নির্বিচারে ধ্বংস হয়ে যাচ্ছে। গাছের সংখ্যা কমায় বন্যপ্রাণী এবং মানুষের সংঘাত ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতি বদলে পরিবেশে ভারসাম্য ফিরিয়ে আনাই জীবনের একমাত্র ধ্যান-জ্ঞান গাছম্যানের।
সুরজিৎ দে