Local News: জলের প্রবাহে বাধায় শুকনো খাল, অসুবিধায় চাষিরা
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
গরমের সময় চাষের কাজে সহযোগিতা করতে যে খাল রয়েছে সেই খালের একাংশে জলের চিহ্ন নেই। অথচ এই খালে চাষের জন্য জল সরবরাহ করা হয় ডায়মন্ডহারবার থেকে
দক্ষিণ ২৪ পরগনা: সবেমাত্র শুরু হয়েছে গ্রীষ্মকাল, এরমধ্যেই একাধিক খালের জল শুকিয়ে এসেছে। এর কারণ হিসাবে উঠে এসেছে জলের স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টির কথা। যার ফলে সঙ্কটে পড়েছেন চাষিরা।
আরও পড়ুন: বিপুল যোগান, তবু আকাশ ছোঁয়া দাম তরমুজের!
মূলত গরমের সময় চাষের কাজে সহযোগিতা করতে যে খাল রয়েছে সেই খালের একাংশে জলের চিহ্ন নেই। অথচ এই খালে চাষের জন্য জল সরবরাহ করা হয় ডায়মন্ডহারবার থেকে। সেই জল আসার পথে একাধিক জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে। কোনও কোনও জায়গায় খালের উপর তৈরি করা হয়েছে অস্থায়ী বাঁধ, রয়েছে অবৈধ নির্মাণ। ফলে জল আসছে না প্রান্তিক জায়গাগুলিতে। এই সমস্যার সমাধান করতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। একাধিক জায়গায় জলের স্বাভাবিক প্রবাহ যাতে বজায় থাকে সে দিকটি লক্ষ রেখেছেন তাঁরা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
মূলত এই সেচখাল দিয়ে জল ডায়মন্ডহারবার থেকে মগরাহাট, মন্দিরবাজার হয়ে মথুরাপুর-১ এবং ২ ব্লকে প্রবেশ করে। ফলে এই সেচখালে জল থাকা খুবই জরুরি। এই সমস্যা সমাধানে সম্প্রতি একাধিক জায়গায় খাল সংস্কার করা হয়েছে। কিন্তু এখনও সমাধান অধরা, ফলে জলের সমস্যা তৈরি হয়েই আছে। দ্রুত এই সমস্যার সমাধান হোক এটাই চাইছেন স্থানীয়রা।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 11, 2024 9:38 PM IST








